প্রেসিডেন্ট সি’র ভাষণ বিশ্বের জলাভূমি রক্ষায় পথ-নির্দেশিকা
2022-11-06 15:19:54

নভেম্বর ৬: গতকাল (শনিবার) চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ভিডিও লিঙ্কের মাধ্যমে উহান শহরে অনুষ্ঠিত জলাভূমি কনভেনশন স্বাক্ষরকারীদের ১৪তম সম্মেলনে গুরুত্বপূর্ণ এক ভাষণ দিয়েছেন।

 

 প্রেসিডেন্ট সি’র ‘জলাভূমির যত্ন নিন,  ভবিষ্যৎ রক্ষা করুন, এবং জলাভূমি রক্ষার বৈশ্বিক অভিযান এগিয়ে নেয়া’ শীর্ষক ভাষণের ব্যাপারে  নানা দেশের পরিবেশ বিশেষজ্ঞরা ইতিবাচক মতামত দিয়েছেন।

 

তারা মনে করেন, প্রেসিডেন্ট সির ভাষণটি খুব অর্থপূর্ণ। কেবল একসাথে জলাভূমি রক্ষার বৈশ্বিক অভিযান এগিয়ে নিয়ে গেলেই ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর জলাভূমি রেখে যাওয়া যাবে।

 

ইরাকের পরিবেশ বিশেষজ্ঞ হায়দা মোহাম্মদ বলেছেন, প্রেসিডেন্ট সির ভাষণ থেকে সবুজ টেকসই উন্নয়ন ও মানুষ ও প্রকৃতির  সম্প্রীতিমূলক সহাবস্থান এগিয়ে নিয়ে যাওয়ার চীনা  লক্ষ্যমাত্রা ও প্রতিজ্ঞটা প্রতিফলিত হয়েছে। চীনের জলাভূমির আয়তন ৫.৬ কোটি হেক্টর ছাড়িয়েছে। তা একটি বিরাট সফলতা।

 

জাম্বিয়ার পরিবেশ বিচার কেন্দ্রের গবেষণা পরিচালক ফ্রিম্যান মুবাঙ্গা বলেছেন, প্রেসিডেন্ট সির ভাষণ দূরদর্শী। তিনি বিশ্বকে জলাভূমির কেয়ার করতে একমত হবার আহ্বান জানিয়েছেন এবং প্রস্তাব দিয়েছেন যে, বিশ্বের জলাভূমির সঠিক সংরক্ষণ ও প্রশাসন করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত পরস্পরকে সমর্থন করা ও একসাথে প্রচেষ্টা চালানো। (শিশির/এনাম/রুবি)