‘আরসিইপি ও আরও উচ্চ মানের উন্মুক্তকরণ’ শীর্ষক ফোরামে ভাষণ দিলেন চীনা উপ-প্রধানমন্ত্রী
2022-11-06 16:42:45

অক্টোবর ৬: “আঞ্চলিক সার্বিক অর্থনৈতিক অংশীদারিত্বের সম্পর্ক চুক্তি (আরসিইপি) ও আরও উচ্চ মানের উন্মুক্তকরণ” শীর্ষক ঊর্ধ্বতন ফোরাম গতকাল (শনিবার) সকালে চীনের শাংহাইয়ে জাতীয় প্রদর্শনী কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। চীনের উপ-প্রধানমন্ত্রী হু ছুন হুয়া ফোরামে ভাষণ দিয়েছেন।

 

ভাষণে হু ছুন হুয়া বলেছেন, চীনের কমিউনিস্ট পার্টির বিংশতম জাতীয় কংগ্রেসে নতুন যুগের অগ্রযাত্রায় সিপিসি দেশের উন্নয়নের নীতিমালা ও কৌশল নির্ধারণ করেছে। তাতে চীন উন্মুক্তকরণে অবিচল থাকা, পারস্পরিক কল্যাণ সৃষ্টি এবং অর্থনীতির বিশ্বায়নের দিকে এগিয়ে যাওয়ার কথা জোরালো ভাবে বলেছে।

 

তিনি বলেন, চীন অব্যাহতভাবে সে সব নীতিমালা অনুযায়ী নতুন উন্নয়ন সাধন করবে, যাতে বিশ্বের জন্য নতুন সুযোগ সৃষ্টি, আরও উন্মুক্ত বিশ্ব অর্থনীতি বেগবান এবং বিশ্ববাসীর জন্য কল্যাণ সৃষ্টি করা যায়।

 

উপ-প্রধানমন্ত্রী হু বলেন, আরসিইপি কার্যকর হওয়ার পর থেকে চীন সরকার ধারাবাহিক বাস্তব ব্যবস্থা গ্রহণ করেছে এবং সার্বিকভাবে বাজার উন্মুক্ত করার প্রতিশ্রুতি পালন করেছে। ফলে অবাধ বাণিজ্যিক অঞ্চলে সুযোগ-সুবিধা আরও বেড়েছে।

 

তিনি বলেন, চীন বিভিন্ন সদস্য দেশের সঙ্গে আরসিইপির মান উন্নত, আঞ্চলিক শিল্প ও সরবরাহ চেইন গভীর করার পাশাপাশি আঞ্চলিক যোগাযোগ ও সংযুক্তি জোরদার এবং বিভিন্ন দেশের অভিন্ন সমৃদ্ধি ও উন্নয়ন অর্জন করতে ইচ্ছুক। (রুবি/এনাম/শিশির)