কিয়েভে হতে পারে বিদ্যুৎ বিভ্রাট: মেয়র
2022-11-06 18:41:34

নভেম্বর ৬: ইউক্রেনের রাজধানী কিয়েভের মেয়র ক্লিটসকো গতকাল (শনিবার) এক সাক্ষাৎকারে বলেছেন, নগরীর বিভিন্ন এলাকায় বিদ্যুৎ এবং অন্যান্য সরবরাহ নিশ্চিত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে; তবে, সম্পূর্ণরূপে বিদ্যুৎ, জল, হিটার এবং যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা রয়েছে।

 

এর আগে কিয়েভ এক হাজারেরও বেশি হিটিং পয়েন্ট বণ্টন করার পরিকল্পনা ঘোষণা করেছে। তবে, ক্লিটসকো বলেন, ৩০ লাখ জনসংখ্যার এ শহরের জন্য এটি যথেষ্ট হবে না।

 

তিনি কিয়েভবাসীকে প্রয়োজনীয় পানীয় জল ও খাবারসহ নানা পণ্যদ্রব্য সংরক্ষণের প্রস্তুতি নেওয়া এবং অস্থায়ীভাবে শহর থেকে সরে যাওয়ার ব্যাপারটি বিবেচনা করার তাগিদ দিয়েছেন।

 

লিলি/এনাম/রুবি