যুক্তরাষ্ট্রে শিশুদের শ্বাসযন্ত্রের সংক্রমণ বৃদ্ধি পেয়েছে
2022-11-06 19:16:10

নভেম্বর ৬: বেশ কয়েকটি আমেরিকান মিডিয়া জানায়, সম্প্রতি যুক্তরাষ্ট্রের অনেক এলাকায় শিশুদের শ্বাসযন্ত্রের সংক্রমণ বৃদ্ধি পেয়েছে এবং শ্বাসযন্ত্রের সিনসিশিয়াল ভাইরাস যুক্তরাষ্ট্রে ‘অস্বাভাবিকভাবে’ ছড়িয়ে পড়ছে।

 

রেসপিরেটরি সিনসিশিয়াল ভাইরাস হল একটি সাধারণ শ্বাসযন্ত্রের ভাইরাস, যার সাথে সাধারণত সর্দি-কাশির মতো হালকা লক্ষণ দেখা যায়। বেশিরভাগ সংক্রমিত ব্যক্তি এক থেকে দুই সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে যায়। তবে, শিশু এবং বয়স্কদের গুরুতর অসুস্থতার বেশি ঝুঁকি থাকে, বিশেষ করে ৫ বছরের কম বয়সী শিশু এবং ৬৫ বছরের বেশি বয়স্কদের এ ঝুঁকি অনেক বেশি। পাঁচ বছরের কম বয়সী প্রায় ৫৮ হাজার শিশু প্রতিবছর এ ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়।

 

এর আগে, মার্কিন মিডিয়া জানিয়েছে, শিশু রোগী বৃদ্ধির কারণে যুক্তরাষ্ট্রে পেডিয়াট্রিক হাসপাতালের শয্যাগুলোর ৭০ শতাংশেরও বেশি দখল হয়ে গেছে।

লিলি/এনাম/রুবি