‘আরসিইপি ও উচ্চতর উন্মুক্তকরণ ফোরাম’ অনুষ্ঠিত
2022-11-06 15:12:34

নভেম্বর ৬: পঞ্চম হংছিয়াও আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ‘আরসিইপি ও উচ্চতর উন্মুক্তকরণ’ শীর্ষক এক ফোরাম গতকাল (শনিবার) শাংহাইতে অনুষ্ঠিত হয়েছে।

 

তাতে অংশগ্রহণকারীরা মনে করেন, আরসিইপি  চালু হবার পর থেকে সদস্য দেশসমূহের কোম্পানিগুলো প্রকৃত সুবিধা লাভ করেছে।

 

চলতি বছরের পয়লা জানুয়ারি চালু হয় আরসিইপি। আসিয়ানের ১০টি সদস্য দেশ, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, ও নিউজিল্যান্ড দ্বারা সম্পাদিত এ চুক্তি বিশ্বের ৩০ শতাংশ লোকসংখ্যা ও বাণিজ্যকে অন্তর্ভুক্ত করেছে।

 

সকল আরসিইপি সদস্য দেশ এবার চীন আন্তর্জাতিক আমদানি মেলায় অংশ নিয়েছে।

 

আনকটাডের মহাসচিব রেবেকা গ্রিনস্প্যান বলেছেন, বিশ্বের উন্মুক্ততা দিনে দিনে কমে যাচ্ছে। বাণিজ্য ব্যয় বাড়ছে এবং সরবরাহ চেইন মন্দায় পড়েছে। এমন প্রেক্ষাপটে আরসিইপি পূর্ব এশিয়া ও এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বাণিজ্যের একীকরণ এগিয়ে নিয়েছে। তা আঞ্চলিক ও বৈশ্বিক উন্মুক্তকরণ ও সহযোগিতা জোরদারে সহায়ক।

 

কম্বোডিয়ার উপ-প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী আউন পর্ন মনিরথ বলেছেন, আরসিইপি হচ্ছে সাম্প্রতিক বছরগুলোতে আঞ্চলিক উন্মুক্তকরণ ও সহযোগিতার বৃহত্তম সফলতা এবং আঞ্চলিক আর্থ-বাণিজ্য সহযোগিতা ও আঞ্চলিক ও বৈশ্বিক সরবরাহ চেইন এবং শিল্প চেইনের একীকরণ জোরদারে একটি কাঠামো তৈরি করেছে এবং আঞ্চলিক উন্নয়ন বাস্তবায়ন এবং বৈশ্বিক সমৃদ্ধি ও উন্নয়নের জন্য শক্তিশালী চালিকাশক্তি প্রদান করেছে।

 

আরসিইপি চালু হবার পর থেকে আঞ্চলিক দেশগুলো শুল্ক কমানো, বাণিজ্য সুবিধাসহ নানা নিয়ম কাজে লাগিয়ে প্রকৃত স্বার্থ লাভ করেছে।

 

চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের প্রথম আট মাসে চীন ও আরসিইপির অন্য ১৪ সদস্য দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ ছিল ৮.৩ ট্রিলিয়ন ইউয়ান। তা চীনের বৈদেশিক বাণিজ্যের ৩০.৫ শতাংশ।

 

(শিশির/এনাম/রুবি)