পঞ্চম আমদানি মেলায় সি চিন পিং’র ভাষণে উত্সাহিত পুরোনো বন্ধুরা
2022-11-05 22:47:04

নভেম্বর ৫: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং গতকাল (শুক্রবার) সন্ধ্যায় ‘উন্মুক্ত ও সমৃদ্ধ ভবিষ্যত সৃষ্টি’ শীর্ষক এক ভাষণ দিয়েছেন। তাঁর এ ভাষণে উত্সাহিত হয়েছেন  বেশ কয়েকজন বিদেশি প্রতিষ্ঠানের কর্তারা। তারা প্রেসিডেন্ট সি চিন পিং’র আরও উন্মুক্তকরণের প্রতিশ্রুতির প্রশংসা করেন এবং চীনের গুণগত মানসম্পন্ন উন্নয়ন এবং উন্মুক্তকরণের সুযোগের প্রত্যাশা করেন। 

জাপানের প্যানাসোনিক হোল্ডিংস কোম্পানির ভাইস প্রেসিডেন্ট হোমা তেতসুরো 

জাপানের প্যানাসোনিক হোল্ডিংস কোম্পানি টানা পাঁচ বছর ধরে এ মেলায় অংশগ্রহণ করে আসছে। কোম্পানিটির ভাইস প্রেসিডেন্ট হোমা তেতসুরো বলেছেন, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং তাঁর ভাষণে শক্তিশালী বার্তা দিয়েছেন। চীন আরও উন্মুক্তকরণ চালাবে এবং তা দিয়ে গুণগত মানসম্পন্ন উন্নয়ন সাধন করবে। তা আমাদের উত্সাহিত করেছে।

কোম্পানির সিইও ফুজিওয়ারি কেন্তারো

শিসেইদো কোম্পানি ১৯৮১ সালে চীনের বাজারে আসা প্রথম আন্তর্জাতিক মেকআপ গ্রুপ। কোম্পানিটি চার বছর ধরে এ মেলায় অংশগ্রহণ করছে। এ কোম্পানির সিইও ফুজিওয়ারি কেন্তারো বলেছেন, তার কোম্পানি মেলায় অংশ নিয়ে চীন ও বিশ্ব বাজারের সঙ্গে সংযুক্ত হয়েছে, উদ্ভাবন ও উন্নয়নের পারস্পরিক সাহায্য উপভোগ করেছে এবং চীনের সহনশীলতা ও উন্মুক্তকরণ থেকে কল্যাণ লাভ করেছে।  

জাপানের বিখ্যাত কাও কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক ওকা শিন্তারো 

জাপানের বিখ্যাত কাও কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক ওকা শিন্তারো বলেছেন, প্রথম আমদানি মেলা থেকে বর্তমান আমদানি মেলার আকার, মান এবং প্রভাব অনেক বেড়েছে। তার কোম্পানি গত ৫ বছরে নিজের উন্নয়নের সঙ্গে সঙ্গে চীনা বাজারের সংযুক্তির গুরুত্ব অনুভব করেছে। চীন বিশ্বের উৎকৃষ্ট বাজার। 

তুরস্কের বৈদেশিক অর্থনৈতিক সম্পর্ক কমিশন এবং তুরস্কের এশিয়া-প্রশান্ত পরিষদের চেয়ারম্যান মুরাদ কলবাসি

তুরস্কের বৈদেশিক অর্থনৈতিক সম্পর্ক কমিশন এবং তুরস্কের এশিয়া-প্রশান্ত পরিষদের চেয়ারম্যান মুরাদ কলবাসি বলেছেন, প্রথম আমদানি মেলা থেকে এ যাবৎ একশ’টিরও বেশি তুর্কি শ্রেষ্ঠ প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। আমদানি মেলার মাধ্যমে চীনে তুরস্কের রপ্তানির পরিমাণ  ৫০ কোটি মার্কিন ডলার ছাড়িয়েছে। 

শাংহাইয়ে ফিলিপিন্সের কনসুলার জোসেল এফ ইগনাসিও

শাংহাইয়ে ফিলিপিন্সের কনসুলার জোসেল এফ ইগনাসিও বলেছেন, চীন টানা কয়েক বছর ধরে ফিলিপিন্সের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। চলতি আমদানি মেলা ফিলিপিন্সের জন্য আরও বেশি অর্ডার বয়ে আনবে বলে তিনি আশা প্রকাশ করেন। 

(রুবি/এনাম)