ইরানজুড়ে মার্কিন আধিপত্যবাদ-বিরোধী সমাবেশ অনুষ্ঠিত
2022-11-05 16:55:32

নভেম্বর ৫: গতকাল (শুক্রবার) ইরানের নানা জায়গায় যুক্তরাষ্ট্র-বিরোধী সমাবেশ হয়েছে।

 

১৯৭৯ সালে ইরানে ইসলামী বিপ্লব সংঘটিত হয়। সে বছরের ৪ নভেম্বর ইরানী শিক্ষার্থীরা তেহরানে অবস্থিত মার্কিন দূতাবাস অবরোধ করে। তাই ইরান সরকার প্রতিবছর ৪ নভেম্বরকে দাম্ভিকতা-বিরোধী দিবস হিসেবে পালন করে। এদিন যুক্তরাষ্ট্র-বিরোধী সমাবেশ হয় সারা ইরানজুড়ে।

 

এদিন তেহরানের একটি সমাবেশে বক্তব্য রেখেছেন ইরানি প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি। তিনি  বলেছেন, যদি বিশ্বের অপরাধ ও অবিচারের তালিকা তৈরি করা হয়, তাহলে যুক্তরাষ্ট্র এ তালিকার প্রথম স্থানে থাকবে। সন্ত্রাস দমনের অজুহাতে অন্য দেশে সামরিক হস্তক্ষেপ, বিচ্ছিন্নতাবাদকে সমর্থন, এবং ইরানসহ নানা দেশের উপর অবরোধ আরোপ যুক্তরাষ্ট্রের দাম্ভিকতার প্রমাণ। (শিশির/এনাম/লিলি)