চীনের আমদানি মেলা বর্তমান বিশ্বের প্রয়োজনীয়তা ধারণ করে: আইএমএফ
2022-11-05 16:04:32

নভেম্বর ৫: গতকাল (শুক্রবার) পঞ্চম চায়না ইন্টারন্যাশনাল ইমপোর্ট এক্সপো’র উদ্বোধনী অনুষ্ঠান শাংহাই শহরে অনুষ্ঠিত হয়েছে।

 

আইএমএফের মহাপরিচালক ক্রিস্টালিনা জর্জিভা ভিডিও লিঙ্কের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেছেন।

 

তিনি বলেন, চলতি বছর চীনের পঞ্চম আন্তর্জাতিক আমদানি মেলার প্রতিপাদ্য হলো ‘বিশ্বের উন্মুক্ততার নতুন চালিকাশক্তি চাঙ্গা এবং সহযোগিতা ও উন্নয়নের নতুন সুযোগ ভাগাভাগি করা’। এটি আসলে বর্তমান বিশ্বের জন্য খুব প্রয়োজন।

 

তাঁর মতে, সারা বিশ্ব অসাধারণ চ্যালেঞ্জের মুখোমুখি এবং স্বল্পমেয়াদী পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু বৈশ্বিক বিভাজন এড়াতে যথেষ্ট নয়। অর্থনৈতিক একীকরণ নিশ্চিত করা সকলের আরও সমৃদ্ধ ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার চালিকা শক্তি হওয়া উচিৎ।

এই কারণেই এই এক্সপোর চেতনাটি এত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, আমাদের উন্মুক্ত বাণিজ্যকে রক্ষা ও বেগবান করতে হবে। আরও উন্মুক্ত এবং স্থিতিশীল বাণিজ্য নীতির সুবিধা বোঝার জন্য চীনের দিকে তাকানো উচিৎ।

 

তিনি বলেন, চীন উচ্চাভিলাষী সংস্কার চালিয়েছে, অর্থনীতির উন্মুক্ততা এগিয়ে নিয়েছে এবং প্রতিযোগিতা ও উদ্ভাবনকে উত্সাহিত করেছে। ফলে দ্রুত উৎপাদনশীলতা লাভ এবং জীবনযাত্রার মানের উন্নতি হয়েছে।

 

তিনি বলেন, বৈশ্বিক অর্থনৈতিক শক্তি হিসেবে চীন বিশ্ব বাণিজ্য সংস্থায় প্রধান নেতৃত্বের ভূমিকা পালন করে এবং বহুপাক্ষিক ব্যবস্থাকে শক্তিশালী করতে অন্যান্য প্রধান অর্থনৈতিক সত্তার সঙ্গে কাজ করতে সক্ষম।

 

লিলি/এনাম/শিশির