নতুন উন্নয়ন ব্যাংকের গভর্নরের একান্ত সাক্ষাৎকার
2022-11-05 16:01:58

নভেম্বর ৫: উন্নয়নশীল দেশসমূহের যৌথ উদ্যোগে ব্রিক্স দেশসমূহের নতুন উন্নয়ন ব্যাংক প্রতিষ্ঠিত হয়, যার ঐতিহাসিক তাৎপর্য রয়েছে। কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উন্নয়নশীল দেশগুলোর উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছে এমন কোন ব্যাংক নেই।

 

এ ব্যাংক যে সমতা-সম্পন্ন চেতনা ধারণ করে, তা হলো ব্রিক্স দেশগুলোর নতুন আন্তর্জাতিক ব্যাংকিং ব্যবস্থা প্রতিষ্ঠার প্রচেষ্টা। সম্প্রতি ব্রিক্স দেশসমূহের নতুন উন্নয়ন ব্যাংকের গর্ভনর মাক্রো ট্রয়ো চায়না মিডিয়া গ্রুপকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন।

 

তিনি বলেন, নতুন উন্নয়ন ব্যাংকে নতুন শব্দটির মানে হলো নবত্থিত অর্থনৈতিক সত্তার অধীনস্থ সংস্থা। নতুন কাঠামোগত নির্মাণের দিক দিয়ে আমাদের প্রধান কাজ শুধু অবকাঠামো প্রতিষ্ঠা নয়। শিক্ষার উদাহরণ দিয়ে বলা যায়, আমাদের শুধু শিক্ষা ভবন নয়, দূর থেকে পাঠদানের ক্ষমতা উন্নয়ন করতে হয়। তা ছাড়া, আমাদের নতুন প্রশাসনের পদ্ধতি গড়ে তুলতে হয়। নতুন উন্নয়ন ব্যাংক প্রশাসনের ক্ষেত্রে খুব কার্যকর। শুধু নতুন নয়, বরং দ্রুত ও সঠিক পদক্ষেপ নিতে পারে ব্যাংকটি।

 

তিনি বলেন, করোনা মহামারির পর ব্যাংকটি দ্রুত ২০২০ সালের এপ্রিলে মহামারি প্রতিরোধক ঋণ দেওয়ার ব্যবস্থা গঠন করেছে এবং বিভিন্ন সদস্য দেশকে করোনা প্রতিরোধ ও অর্থনীতি পুনরুদ্ধার করতে সাহায্যের জন্য ৯০০ কোটি মার্কিন ডলার জরুরি ঋণের অনুমোদন দিয়েছে। দক্ষিণ আফ্রিকার অর্থনীতি পুনরুদ্ধারে যে জরুরি ঋণ দেওয়া হয়েছে, তাতে আধা বছরের মধ্যে ৭ লাখ কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।

 

ব্রিক্স দেশসমূহের ভবিষ্যৎ ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, বিশ্ব অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে নবত্থিত বাজারের দেশ। ২০২২ সালে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের অর্থনীতি মন্দায়  রয়েছে। তবে, নবত্থিত বাজারের দেশ ও অর্থনৈতিক সত্তা স্থিতিশীল প্রবৃদ্ধি পেয়েছে। তাতে নবত্থিত সত্ত্বাকে সেবা প্রদানকারী নতুন উন্নয়ন ব্যাংকের নতুন পথে এগিয়ে যাওয়ার প্রমাণ পাওয়া গেলো।

 

পরিসংখ্যান থেকে জানা গেছে, বর্তমানে ব্রিক্স দেশগুলোর অর্থনীতির মোট পরিমাণ বিশ্বের চার-ভাগের একভাগ। জনসংখ্যা বিশ্বের ৪২ শতাংশ। মালামাল বাণিজ্যের পরিমাণ বিশ্বের ১৮ শতাংশ। বিশ্বের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ব্রিক্স দেশগুলোর অবদানের হার ৫০ শতাংশ বেশি। ২০২১ সালে ব্রিক্স দেশগুলোর অর্থনীতির প্রবৃদ্ধির হার ছিল ৭.৬ শতাংশ, যা বিশ্বের গড় প্রবৃদ্ধির হার ৫.৫ শতাংশের চেয়ে অনেক বেশি। ব্রিক্স দেশগুলো বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধিতে পরিচালকের ভূমিকা পালন করছে। (রুবি/এনা/শিশির)