আজ উর্মির বৈঠকখানায় এসেছে একজন তরুণ স্বেচ্ছাসেবক। তিনি চীনের চিয়াংসু প্রদেশের স্বেচ্ছাসেবী। রাকিবুল হাসান নিহাদ নানচিং এইরোনাটিকাল বিশ্ববিদ্যালয় থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন। বর্তমানে সিটিসি গ্রুপ ইঞ্জিনিয়ারিং স্পেশালিস্ট হিসেবে কাজ করছেন। তিনি চায়নাকে নিজের দ্বিতীয় জন্মভূমি মনে করেন। চায়নিজ কালচার ও খাদ্য তাঁর পছন্দ। তিনি মনে করেন চীনের খাবার এবং চীনের ট্রাডিশনাল মেডিসিন বাংলাদেশীদের জন্য অনেক সুফল নিয়ে আসবে। বাংলাদেশী ও চীনা স্বেচ্ছাসেবীদের নিয়ে কাজ করতে চান তিনি। তো, চলুন কথা বলি তাঁর সঙ্গে।