৯ মাসে চীনে পরিষেবা খাতে আমদানি-রফতানি বেড়েছে ১৮.২ শতাংশ
2022-11-04 19:34:11

নভেম্বর ৪: চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত, চীনের পরিষেবা খাতে মোট আমদানি ও রফতানির অর্থমূল্য ছিল ৪ ট্রিলিয়ন ৪৭২ বিলিয়ন ২৭০ মিলিয়ন ইউয়ান, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৮.২ শতাংশ বেশি। সম্প্রতি চীনের বাণিজ্য মন্ত্রণালয় এ তথ্য জানায়।

মন্ত্রণালয়ের সেবা বাণিজ্য বিভাগের জনৈক কর্মকর্তা জানান, বছরের প্র্রথম নয় মাসে চীন সেবা রফতানি করেছে ২ ট্রিলিয়ন ১৪৮ বিলিয়ন ২০ মিলিয়ন ইউয়ানের, যা গত বছরের একই সময়ের তুলনায় ২০.৫ শতাংশ বেশি। একই সময়ে চীন আমদানি করেছে ২ ট্রিলিয়ন ৩২৪ বিলিয়ন ২৬০ মিলিয়ন ইউয়ানের সেবা, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৬.১ শতাংশ বেশি।

এর মধ্যে, জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত চীনে জ্ঞান-নিবিড় পরিষেবার আমদানি ও রফতানির মোট অর্থমূল্য ছিল ১ ট্রিলিয়ন ৮৬৪ বিলিয়ন ৮৭০ মিলিয়ন ইউয়ান, যা গত বছরের একই সময়ের তুলনায় ১০.২ শতাংশ বেশি। (ইয়াং/আলিম/ছাই)