বেইজিংয়ে তাঞ্জানিয়ার প্রেসিডেন্টের সঙ্গে লি খ্য ছিয়াংয়ের বৈঠক
2022-11-04 14:28:09

নভেম্বর ৪: গতকাল (বৃহস্পতিবার) বেইজিংয়ের গণ-মহাভবনে চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং এবং তাঞ্জানিয়ার প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান এক বৈঠকে মিলিত হন।

বৈঠকে লি খ্য ছিয়াং বলেন, সাম্প্রতিক বছরগুলোতে চীন ও তাঞ্জানিয়ার মধ্যে বিভিন্ন খাতের সহযোগিতা ফলপ্রসূ হয়েছে। চীন তাঞ্জানিয়ার সঙ্গে কৌশলগত সংযোগ জোরদার করতে এবং জ্বালানিসম্পদ, স্বাস্থ্য, কৃষিসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়াতে চায়। চীনা প্রতিষ্ঠানগুলোকে তাঞ্জানিয়ায় পুঁজি বিনিয়োগ বাড়াতেও উত্সাহ দেবে বেইজিং। চীন আশা করে, তাঞ্জানিয়াও চীনা প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় সমর্থন দেবে।

লি খ্য ছিয়াং আরও বলেন, চীন বিশ্বের বৃহত্তম উন্নয়নশীল দেশ। চীন ও আফ্রিকা সবসময় পরস্পরকে সম্মান, সমর্থন ও সাহায্য করে থাকে।

জবাবে তাঞ্জানিয়ার প্রেসিডেন্ট তাঁর দেশকে দেওয়া চীনের বিভিন্ন সমর্থন ও সাহায্যের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, তাঁর দেশ দৃঢ়ভাবে ‘এক চীননীতি’ মেনে চলবে, ভালোভাবে চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের সিদ্ধান্তসমূহ বাস্তবায়ন করবে, এবং বিভিন্ন ক্ষেত্রের বিনিময় ও সহযোগিতায় নতুন অগ্রগতি অর্জনে সচেষ্ট থাকবে। (শুয়েই/আলিম/আকাশ)