‘নতুন যুগে চীনের পেইতৌ’ শীর্ষক শ্বেতপত্র প্রকাশিত
2022-11-04 18:54:36

নভেম্বর ৪: চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্য কার্যালয়ে আজ (শুক্রবার) ‘নতুন যুগে চীনের পেইতৌ’ শীর্ষক শ্বেতপত্র প্রকাশিত হয়। শ্বেতপত্রে নতুন যুগে চীনের পেইতৌ-র অর্জন ও ভবিষ্যতের প্রত্যাশার কথা তুলে ধরা হয়।

শ্বেতপত্রে প্রায় ১২ হাজার শব্দ রয়েছে। ভূমিকা ও উপসংহার ছাড়া, এটি ছয়টি অংশ নিয়ে গঠিত। শ্বেতপত্রে বলা হয়েছে যে, পেইতৌ উপগ্রহ ন্যাভিগেশন সিস্টেম চীনের নিরাপত্তা এবং অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের চাহিদা অনুযায়ী, স্বাধীনভাবে গড়ে তোলা এক ব্যবস্থা। পেইতৌ ইতোমধ্যেই একটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক ব্যবস্থা হয়ে উঠেছে এবং বিশ্বব্যাপী পরিষেবা দিয়ে যাচ্ছে।

চীনের উপগ্রহ  নেভিগেশন সিস্টেম ব্যবস্থাপনা কার্যালয়ের পরিচালক ও পেইতৌ উপগ্রহ নেভিগেশন সিস্টেমের তথ্য মুখপাত্র রায়ান ছেং ছি সাংবাদিকদের বলেন, পেইতৌ-৩ চালু হওয়ার পর, এই ব্যবস্থার পরিষেবা বিশ্বমানে পৌঁছেছে। (ওয়াং হাইমান/আলিম/ছাই)