চীন ও জার্মানিকে বিশ্বের শান্তি ও উন্নয়নের জন্য আরও কাজ করতে হবে: সি চিন পিং
2022-11-04 18:35:51

নভেম্বর ৪: চীনা প্রেসিডেন্ট সি চিন পিং আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে জার্মানির চ্যান্সেলর ওলাফ শল্জের সঙ্গে বৈঠকে বলেন, দু’দেশকে বিশ্বের শান্তি ও উন্নয়নের জন্য আরও কাজ করতে হবে।  

প্রেসিডেন্ট সি বলেন, চ্যান্সেলর শল্জের সফরের মাধ্যমে দু’দেশের পারস্পরিক সমঝোতা ও আস্থা বৃদ্ধি পাবে এবং বিভিন্ন ক্ষেত্রে বাস্তব সহযোগিতা উন্নত হবে।

সি বলেন, দু’দেশের মধ্যে গত ৫০ বছরের সম্পর্ক থেকে প্রমাণিত হয়েছে যে, পরস্পরকে সম্মান করলে, ঐকমত্য প্রতিষ্ঠার জন্য ছোটখাটো মতপার্থক্য উপেক্ষা করলে, অভিজ্ঞতা বিনিময় অব্যাহত রাখলে, এবং অভিন্ন সহযোগিতার নীতিতে অবিচল থাকলে, চীন-জার্মান সম্পর্ক সুষ্ঠুভাবে উন্নত হতে থাকবে।

তিনি আরও বলেন, বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতি জটিল ও পরিবর্তনশীল। দু’দেশের উচিত সহযোগিতার ভিত্তিতে বিশ্বের শান্তি ও উন্নয়নের জন্য আরও বেশি কাজ করা, অবদান রাখা। (ছাই/আলিম/ওয়াং হাইমান)