সুপ্রিয় শ্রোতা, আমি ইয়াং ওয়েই মিং স্বর্ণা। সাপ্তাহিক ‘কফি হাউসের আড্ডা’-য় আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের আড্ডায় আমার সঙ্গে যোগ দিচ্ছেন ফারহানা নাজনীন। তিনি বর্তমানে সাউথ চায়না ইউনিভার্সিটি অফ টেকনলোজিতে খাদ্যবিজ্ঞান ও প্রকৌশল নিয়ে পিএইচডি করছেন। এর আগে তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষি ও উদ্ভিদ রোগতত্ত্ববিদ্যা নিয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তা ছাড়া, ফারহানা চীনে বসবাসরত বাংলাদেশি পেশাজীবি এবং শিক্ষার্থীদের নিয়ে গঠিত সামাজিক সংগঠন ‘বাংলাদেশ চায়না ইয়ুথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন’-এর যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
চলুন তাহলে, ফারহানা নাজনীনের সঙ্গে আড্ডা দিই।