চীনের পঞ্চম আন্তর্জাতিক আমদানি মেলা শুক্রবার রাতে শুরু
2022-11-04 20:21:48

নভেম্বর ৪: চীনের পঞ্চম আন্তর্জাতিক আমদানি মেলা (সিআইআইই) আজ (শুক্রবার) রাতে শুরু হচ্ছে। এই বছরের আমদানি মেলায় শত শত নতুন পণ্য, নতুন প্রযুক্তি এবং নতুন পরিষেবার প্রদর্শিত হবে।

আমদানি মেলায় ভোগ্যপণ্য, খাদ্য, অটোমোবাইল এবং ভোক্তাদের জীবনের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত বিভিন্ন নতুন পণ্য প্রদর্শিত হবে।

প্রথম আমদানি মেলার পর  থেকে চীনে কাস্টমস, শিল্প ও বাণিজ্য, কৃষি, ইত্যাদি ক্ষেত্রে বেশ কয়েকটি সুবিধাজনক নীতি চালু করা হয়।

গত চারটি আমদানি মেলায় নতুন ১৫০০টিরও বেশি পণ্য, প্রযুক্তি ও পরিষেবা প্রকাশিত হয়েছে। এ সব মেলায় মোট ২৭০ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের ক্রয়বিক্রয় হয়েছে।

এখন পর্যন্ত, সারা চীনে বছরব্যাপী ৬০টি প্রদর্শনী ও বাণিজ্য ট্রেডিং পরিষেবা প্ল্যাটফর্মে ২.১ লাখেরও বেশি ধরনের পণ্য আমদানি করা হয়েছে এবং ৩২০ বিলিয়ন ইউয়ান মূল্যের পণ্য আমদানি করা হয়েছে।

(ইয়াং/আলিম/ছাই)