চীনের কমিউনিস্ট পার্টির বিংশতম জাতীয় কংগ্রেস শেষ হওয়ার এক সপ্তাহের মধ্যে কেন্দ্রীয় কমিটির স্থায়ী সদস্যদের নিয়ে ইয়ান আন বিপ্লবী স্মৃতি স্থান, ইয়ান শহর এবং হ্য নান প্রদেশের আন ইয়াং শহর পরিদর্শন করেছেন চীনা প্রেসিডেন্ট সি চিন পিং। নতুন অগ্রযাত্রার শুরুতে বেইজিংয়ের বাইরে তাঁর প্রথম সফরে সার্বিকভাবে সমাজতান্ত্রিক আধুনিক দেশ গড়া এবং চীনা জাতির পুনরুত্থান সাধনের দৃঢ়প্রতিজ্ঞা অনুভব করতে পেয়েছি আমরা।
সিপিসি’র উজ্জ্বল ইতিহাস, মহান চেতনা এবং গৌরবময় ঐতিহ্য চীনাদের পরিশ্রমী অগ্রযাত্রার দৃঢ় শক্তি। প্রেসিডেন্ট সি চিন পিং’র এবার বিশেষ করে ইয়ান আন বিপ্লবী স্মৃতি স্থান পরিদর্শন করেন। এটি লাল বাহিনীর রক্ত ও শিকড় এবং পরিশ্রমী চেতনা ধরে রাখার যাত্রা। স্মৃতি-স্থান পরিদর্শনের সময় সি চিন পিং বলেছেন, ইয়ান আন বিপ্লবী পুরাকীর্তি একটি সীমাহীন বইয়ের মতো। ইয়ান আন চেতনা সিপিসি’র বিরল সম্পদ, যাকে প্রজন্ম থেকে প্রজন্মের ধরে রাখা উচিত।
হ্য নান প্রদেশের আন ইয়াং শহরের হ্য ছি ছু পরিদর্শনের সময় সি চিন পিং বলেন, হ্য ছি ছু চেতনা ইয়ান আন চেতনা থেকে অভিন্ন। ইতিহাস সম্পর্কে জানলে সুদূর প্রত্যক্ষ করা যায় এবং ইতিহাস বুঝলে সুদূরে যাওয়া যায়। লাল বাহিনীর বিপ্লবী পুরাকীর্তি পরিদর্শন করে সে বিপ্লবী সময়কে স্মরণ করার লক্ষ্য ছিল শুরুর দায়িত্ব ভুলে না গিয়ে ঐতিহাসিক আস্থায় আরও সক্রিয় কার্যক্রম পরিচালনা করা। এখন থেকে দ্বিতীয় শতবার্ষিক লক্ষ্য বাস্তবায়ন পর্যন্ত দুটি প্রজন্মের মানুষকে পরিশ্রম করতে হবে।
ইয়ান আন মাধ্যমিক স্কুলের চাও ইউয়ান ক্যাম্পাসে প্রেসিডেন্ট সি চিন পিং শিক্ষার্থীদের প্রতি সুদূরপ্রসারী আদর্শ স্থাপন করে সমাজতন্ত্রের নির্মাতা এবং উত্তরাধিকারী হতে উত্সাহিত করেছেন।
তিনি বলেছেন, বলিষ্ঠ পরিশ্রমের প্রাণ দিয়ে গঠিত হয়েছে সমাজতন্ত্র। অতীত এ রকম ছিল, নতুন যুগেও এভাবে হবে। গৌরব ও স্বপ্ন বাস্তবায়নের অগ্রযাত্রায় মাথা নিচু করে বলিষ্ঠতার সঙ্গে কাজ করে যাওয়া এবং সামনে এগিয়ে যাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ।