অর্থ-বাণিজ্যসহ নানা ক্ষেত্রে একত্রে কাজ করবে চীন-ভিয়েতনাম
2022-11-04 17:15:17

সাজিদ রাজু, চীন আন্তর্জাতিক বেতার: অর্থনীতি ও বাণিজ্য, পরিবেশ সুরক্ষা, সংস্কৃতি ও পর্যটনসহ নানা ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা করবে চীন ও ভিয়েতমান। ভিয়েতনামের কমিউনিস্ট পার্টি -সিপিভির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নুয়েন ফু থ্রং-এর চীন সফরে এসব চুক্তি স্বাক্ষরিত হয়। এর পাশাপাশি বন্ধুত্ব ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরো এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করে এ দুই দেশ। এ সফরে বেইজিং সফররত ভিয়েতনামের এই শীর্ষ নেতাকে ‘মৈত্রী পদক’ প্রদান করে চীন। বেইজিংয়ের গ্রেট হল অব পিপলে এ পদক তুলে দেন চীনা কমিউনিস্ট পার্টি সিপিসি’র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও প্রেসিডেন্ট সি চিন পিং।

আবারো কোন অতিথির আগমনে সেজে ওঠে চীন। সাজে চীনের রাজধানী বেইজিংয়ের গ্রেট হল অব পিপল। সব আয়োজন বন্ধুদেশ ভিয়েতনামের রাজনৈতিক মিত্র কমিউনিস্ট পার্টি অব ভিয়েতনাম –সিপিভি’র কেন্দ্রীয় কমিটির জেনারেল সেক্রেটারি নুয়েন ফু থ্রং এর চীন আগমনকে কেন্দ্র করে।

তাইতো একসঙ্গে ওড়ানো হয় কমিউনিস্ট পার্টি অব চায়না–সিপিসি ও কমিউনিস্ট পার্টি অব ভিয়েতমান –সিপিভি’র পতাকা। দেওয়া হয় গার্ড অব অনার।

অতিথিকে স্বাগত জানান সিপিসির কেন্দ্রীয় কমিটির জেনারেল সেক্রেটারি ও চীনের প্রেসিডেন্ট সি চিনপিং। সি চিন পিং বলেন, নুয়েন ফু থ্রং চীনের কমিউনিস্ট পার্টির ঘনিষ্ঠ ও আন্তরিক বন্ধু। তাঁর নেতৃত্বে চীন ও ভিয়েতনামের ঐতিহ্যবাহী বন্ধুত্ব আরও মজবুত, রাজনৈতিক আস্থা আরও জোরদার, এবং বাস্তব ভিত্তিক সহযোগিতার টেকসই সম্প্রসারণ হয়েছে।

সি চিনপিং, চীনা প্রেসিডেন্ট

 

“সিপিসির ২০তম জাতীয় কংগ্রেসের পর কমরেড জেনারেল সেক্রেটারিই প্রথম কোন বিদেশী নেতার যার সঙ্গে আমার সাক্ষাৎ হলো। সিপিভি’র ১৩তম জাতীয় কংগ্রেসের পর এটি আপনারও প্রথম কোন বিদেশ সফর। দুই দেশ ও দুই দলের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন কতোটা গুরুত্বপূর্ণ এবং আমরা একে অপরের সঙ্গে কতোটা ওতপ্রতোভাবে জড়িত এটি তারই প্রমাণ।“

নুয়েন ফু থ্রং, জেনারেল সেক্রেটারি, সিপিভি

 

“আমার পক্ষ থেকে বলতে পারি, যদি আমার অবস্থা ভালো থাকে, ২০২১ সালের জানুয়ারিতে সিপিভি’র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ার পর প্রথম বিদেশ সফর আমি চীনে করবো, কমরেড সি চিনপিংকে দেওয়া এই প্রতিশ্রুতি আমি রক্ষা করেছি।“

 

গ্রেট হল অব পিপলে এ পদক তুলে দিয়ে চীনা কমিউনিস্ট পার্টি সিপিসি’র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও প্রেসিডেন্ট সি চিন পিং বলেন, চীন ও ভিয়েতনাম ভালো প্রতিবেশী, ভালো বন্ধু, ভালো অংশীদার। দু’দেশ যৌথভাবে মানবজাতির শান্তি ও অগ্রগতির কাজ অভিন্ন ভাগ্যের কমিউনিটি। দু’দেশের সমাজতন্ত্রের আধুনিকায়ন ত্বরান্বিত করার যাত্রায় সিপিসি নুয়েন ফু থ্রং -কেন্দ্রিক ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের আরও বড় উন্নয়ন বাস্তবায়ন করতে ইচ্ছুক।  

নুয়েন ফু থ্রং, জেনারেল সেক্রেটারি, সিপিভি

 

“আমার পক্ষ থেকে বলতে পারি, যদি আমার অবস্থা ভালো থাকে, ২০২১ সালের জানুয়ারিতে সিপিভি’র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ার পর প্রথম বিদেশ সফর আমি চীনে করবো, কমরেড সি চিনপিংকে দেওয়া এই প্রতিশ্রুতি আমি রক্ষা করেছি।“

 

গ্রেট হল অব পিপলে এ পদক তুলে দিয়ে চীনা কমিউনিস্ট পার্টি সিপিসি’র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও প্রেসিডেন্ট সি চিন পিং বলেন, চীন ও ভিয়েতনাম ভালো প্রতিবেশী, ভালো বন্ধু, ভালো অংশীদার। দু’দেশ যৌথভাবে মানবজাতির শান্তি ও অগ্রগতির কাজ অভিন্ন ভাগ্যের কমিউনিটি। দু’দেশের সমাজতন্ত্রের আধুনিকায়ন ত্বরান্বিত করার যাত্রায় সিপিসি নুয়েন ফু থ্রং -কেন্দ্রিক ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের আরও বড় উন্নয়ন বাস্তবায়ন করতে ইচ্ছুক।  

 

নুয়েন ফু থ্রং, জেনারেল সেক্রেটারি, সিপিভি

 

“আমি বিশ্বাস করি, যে উচ্চ সম্মান ও মর্যাদা দেওয়া হলো তা ভিয়েতনাম ও চীনের আগামী দিনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ককে আরো মজবুত করতে এবং এগিয়ে যাওয়ার চালিকা শক্তি হিসেবে কাজ করবে।“

এ সময় দুই দেশের মধ্যকার রাজনৈতিক দল, অর্থনীতি ও বাণিজ্য, পরিবেশ সুরক্ষা, সংস্কৃতি ও পর্যটন, বিচার ব্যবস্থা এবং স্থানীয় সরকার বিষয়ক পারস্পরিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান প্রত্যক্ষ করেন দুই নেতা।