‘মানবজাতির অভিন্ন ভাগ্যের কমিউনিটি’ ধারণা জাতিসংঘের প্রথম কমিশনের ধারায় অন্তর্ভুক্ত
2022-11-04 18:36:48

নভেম্বর ৪: জাতিসংঘের সাধারণ পরিষদের নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক নিরাপত্তা কমিশন তথা প্রথম কমিশনের ধারায় চীনের প্রস্তাবিত ‘মানবজাতির অভিন্ন ভাগ্যের কমিউনিটি’ ধারণা অন্তর্ভুক্ত হয়েছে।

সাধারণ পরিষদে চীনা প্রতিনিধিদলের প্রধান ও নিরস্ত্রীকরণ দূত লি সং বলেন, ‘মানবজাতির অভিন্ন ভাগ্যের কমিউনিটি’র ধারণায় সকল দেশের স্বার্থ, ঐকমত্য প্রতিষ্ঠা, ও সময়ের প্রবণতা মেনে চলার কথা জোর দিয়ে বলা হয়েছে।

তিনি আরও বলেন, চীন বিশ্বের শান্তি, উন্নয়ন, ও শৃঙ্খলা রক্ষায় কাজ করে যেতে প্রতিশ্রুতিবদ্ধ। চীন বিভিন্ন দেশের সঙ্গে যৌথভাবে ‘মানবজাতির অভিন্ন ভাগ্যের কমিউনিটি’-ও গড়ে তুলতে ইচ্ছুক। (ছাই/আলিম/ওয়াং হাইমান)