এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত ভারতের গম রফতানি খাতে আয় বেড়েছে
2022-11-04 14:33:08

নভেম্বর ৪: চলতি বছরের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত গম রফতানিতে ভারতের আয় ছিল গত বছরের একই সময়ের তুলনায় দ্বিগুণেরও বেশি। গত বছর একই সময়ে দেশটি গম রফতানি করে আয় করেছিল ৬৩ কোটি মার্কিন ডলার এবং চলতি বছর আয় করেছে ১৪৯ কোটি মার্কিন ডলার। গত বুধবার ভারতের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের প্রকাশিত পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।

পরিসংখ্যান অনুসারে, একই সময়কালে ভারত কৃষিজাত পণ্য ও খাদ্যদ্রব্য রফতানি করে আয় করেছে ১৩৭৭ মার্কিন ডলার, যা গত বছরের একই সময়ের চেয়ে ২৭২ কোটি মার্কিন ডলার বেশি।

উল্লেখ্য, ভারত বিশ্বের প্রধান গম উত্পাদনকারী দেশগুলোর  অন্যতম। চলতি বছর খরার কারণে দেশটিতে খাদ্যশস্যের উত্পাদন ব্যাপকভাবে হ্রাস পায়। তাই, ১৩ মে থেকে গম রফতানির ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করে নয়াদিল্লী। এরপরও গম রফতানি খাতে আয় বাড়ার কারণ, নিষেধাজ্ঞার আগে স্বাক্ষরিত বিভিন্ন চুক্তির বাস্তবায়ন। (সুবর্ণা/আলিম/শুয়ে ফেই ফেই)