আকাশ ছুঁতে চাই পর্ব ৯৮
2022-11-03 19:04:23

১. প্রতিটি মানুষের সামাজিক দায়বদ্ধতা আছে: মিলা মাহফুজা, লেখক ও সমাজকর্মী

২. লৌহমানবী লিউ লি

৩. চীন জুড়ে নারীদের সুরক্ষা জোরদার করার উদ্যোগ

৪. ডিজাইনার থেকে উদ্যোক্তা চিয়াং লিচুয়ান

৫. লি বিংচি ১৫০০  মিটার ফ্রিস্টাইল সাঁতারে এশিয়ান রেকর্ড গড়েছেন

চীন আন্তর্জাতিক বেতারের ঢাকা স্টেশন থেকে প্রচারিত আকাশ ছুঁতে চাই অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা মারিয়া। কেমন আছেন আপনারা? আশাকরি ভালো আছেন। আকাশ ছুঁতে চাই অনুষ্ঠানে আমরা সবসময় কথা বলি নারীর সাফল্য, সংকট, চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে।

আমাদের আজকের অতিথি মিলা মাহফুজা। তিনি কথা সাহিত্যিক এবং মানবাধিকার কর্মী। দীর্ঘদিন ধরে প্রবীণ নারী ও থার্ড জেন্ডারদের অধিকার নিয়ে কাজ করছেন। তার কাছ থেকে আমরা শুনবো বিভিন্ন অভিজ্ঞতার গল্প। আমাদের অনুষ্ঠানে তাকে স্বাগত জানাই।

প্রতিটি মানুষের সামাজিক দায়বদ্ধতা আছে: মিলা মাহফুজা, লেখক ও সমাজকর্মী

 

সাক্ষাৎকার:

মিলা মাহফুজা দীর্ঘদিন ধরে সাহিত্য চর্চা করছেন। তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের সাধারণ মানুষের জীবন সংগ্রামের কথা তার লেখায় তুলে ধরেছেন। ছোটগল্প ও উপন্যাস লিখেছেন তিনি।

সত্তরের দশক থেকেই তিনি লেখালেখি করছেন। তিনি বিভিন্ন লিটল ম্যাগাজিনের সঙ্গে জড়িত ছিলেন।

মুক্তিযুদ্ধের গল্প নিয়ে তার লেখা ছোটগল্পের বই ‘সুবর্ণ রেহেলে রাখি’ বেশ পাঠকপ্রিয়তা পেয়েছে।

মুক্তিযুদ্ধে নির্যাতনের শিকার নারীদের বেদনা তার লেখায় উঠে এসেছে। তিনি লেখার পাশাপাশি সমাজসেবামূলক কাজের সঙ্গেও জড়িত। তিনি প্রবীণ নারীদের সমস্যা সমাধানের লক্ষ্যে কাজ করছেন। তিনি মনে করেন, প্রবীণ জনগোষ্ঠীর জন্য স্বল্পমূল্যে সরকারি আবাস থাকা অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয়। বর্তমানে যৌথ পরিবার ব্যবস্থা অনেকটাই ভেঙে গেছে। অনেকের ছেলেমেয়ে হয়তো বিদেশে থাকে। বাবা মায়ের দেখাশোনা করাও অনেকের পক্ষে সম্ভব হয় না। এই অবস্থায় প্রবীণদের জন্য যদি স্বল্প মূল্যে সরকারি আবাসনের ব্যবস্থা থাকে তাহলে তাদের শেষজীবন অনেক সুন্দর হবে।

 

মিলা মাহফুজা সমাজের তৃতীয় লিঙ্গের মানুষের অধিকারের জন্য অনেক কাজ করেছেন। তিনি তাদের অধিকার সুরক্ষায় সরকারি, বেসরকারি সচেতনতা ও পদক্ষেপ আশা করেন।

মিলা মাহফুজা মনে করেন, ‘প্রতিটি মানুষের সামাজিক দায়বদ্ধতা রয়েছে।’  তিনি নিজেও সামাজিক দায়বদ্ধতা থেকেই লেখালেখি এবং সমাজসেবামূলক কাজ করে থাকেন।

 

লৌহমানবী লিউ লি

চীনের শ্রমিকরা তাদের আত্মত্যাগ ও কাজের মাধ্যমে দেশগঠনে অনেক বড় অবদান রেখেছেন। প্রথমযুগের তেল শ্রমিকদের মধ্যে রয়েছেন তাছিং অয়েল ফিল্ডের শ্রমিকরা। এই তেলক্ষেত্রের একজন কর্মী লিউ লি। তিনি সদ্য সমাপ্ত সিপিসি ২০ তম জাতীয় কংগেসে একজন প্রতিনিধি হিসেবে যোগ দিয়েছিলেন। চলুন শোনা যাক তার কথা।

লিউ লি সদ্যসমাপ্ত সিপিসি ২০ ন্যাশনাল কংগ্রেসে যোগ দিতে একজন প্রতিনিধি হিসেবে বেইজিং আসেন। তিনি এমন একজন কর্মী যিনি তাছিং তেলক্ষেত্রকে অনেক বেশি উন্নয়ন এনে দিয়েছেন।

 লিউ তাছিং-এ একটি উদ্ভাবন ল্যাব চালান, যা এক হাজারেরও বেশি নতুন প্রযুক্তি উদ্ভাবন করেছে যা ১২০ মিলিয়ন ইউয়ান মূল্যের উপকারী ফলাফল অর্জনে সহায়তা করেছে।

তাছিং অয়েলফিল্ড ১৯৫৯ সালে আবিষ্কৃত হয়। এটি চীনের তেল শিল্পকে উন্নীত করে এবং চীনের  শিল্প উন্নয়নে বিশাল অবদান রাখে। এটি এখনও বছরে ৪০ মিলিয়ন তেল উৎপাদন করে।

এই তেলক্ষেত্র শ্রমিকদের দেশপ্রেম, ভক্তি এবং অধ্যবসায়ের প্রতীক। এমনি একজন শ্রমিক ছিলেন ওয়াং চিংসি(১৯২৩-১৯৭০)। তিনি এত বাধা বিপত্তি অতিক্রম করে তাছিং এর প্রাথমিক বছরগুলোতে এখানে অবদান রেখেছিলেন যে তাকে আয়রন ম্যান নামে ডাকা হতো।

লিউ বলেন, ‘আমাদের জিনে আয়রন ম্যানের চেতনা রয়েছে।’ লিউ এর বাবাও ছিলেন তাছিং এর প্রথম যুগের তেল শ্রমিকদের একজন। বাবার পথ ধরেই এগিয়ে যাচ্ছেন কন্যা।

লিউ লি বর্তমানে তাছিং অয়েলফিল্ডের পেট্রোলিয়াম উৎপাদন দলের প্রধান।

লিউ লি তার কর্মীদের কাছে লৌহ মানবী নামে পরিচিতি পেয়েছেন নিজের কর্মদক্ষতা ও নিরলস পরিশ্রমের জন্য। পাশাপশি অনেক জনপ্রিয়তাও পেয়েছেন এই নারী।

তাছিং বর্তমানে তেল ও গ্যাসের সমন্বিত ক্ষেত্রে উন্নীত হয়েছে এবং বিশ্বমান অর্জন করেছে যার অনেকটা কৃতিত্ব লিউ লি ও তার কর্মীদলের।

 

চীন জুড়ে নারীদের সুরক্ষা জোরদার করার উদ্যোগ

চীন জুড়ে নারীর সুরক্ষা আরও বাড়াতে বিশেষ উদ্যোগ নেয়া হয়েছে। বয়স্ক ও প্রতিবন্ধী নারীদের সুযোগ সুবিধা আরও বাড়ানো হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন তানজিদ বসুনিয়া।

 

চীন জুড়ে নারীদের, বিশেষ করে দরিদ্র, বয়স্ক বা প্রতিবন্ধী নারীদের, সুরক্ষা জোরদার করার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। দেশটির একজন জ্যেষ্ঠ আইনপ্রণেতা গত সপ্তাহে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

নারীর অধিকার ও স্বার্থ সুরক্ষা সংক্রান্ত আইনের খসড়া সংশোধনটি চীনের শীর্ষ আইনসভা জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির আসন্ন অধিবেশনের সময় আরও পর্যালোচনা করা হবে।

এনপিসি স্থায়ী কমিটির আইন বিষয়ক কমিশনের মুখপাত্র চাং থিয়েওয়েই গণমাধ্যমে খসড়াটির বিষয়বস্তু উপস্থাপন করার সময় বলেন, খসড়া সংশোধনীতে নারীদের অধিকার ও স্বার্থের প্রতি আরও মনোযোগ দিতে সরকারী সংস্থাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে এবং কঠিন পরিস্থিতিতে নারীদের জন্য শক্তিশালী সুরক্ষার আহ্বান জানানো হয়েছে।

তিনি বলেন, খসড়ায় নারীদের গোপনীয়তা ও সুনাম রক্ষার উপর বিশেষ দৃষ্টি দেওয়া হয়েছে এবং বলা হয়েছে, নারীদের ব্যক্তিগত অধিকারের লঙ্ঘন থেকে বিরত রাখতে সংবাদমাধ্যমের প্রতিবেদন নিয়ন্ত্রিত হওয়া উচিত।

ডিজাইনার থেকে উদ্যোক্তা চিয়াং লিচুয়ান

নিজের সম্ভাবনাময় ক্যারিয়ার , বড় শহরের চাকচিক্যময় জীবনের আকর্ষণ ছেড়ে এক তরুণী চরে গেলেন গ্রামে বাবা মাকে দেখাশোনা করার জন্য। তারপর বদরে দিলেন নিজের ও গ্রামের অনেকের ভাগ্য। চলুন শোনা যাক সেই গল্প।

চিয়াং লিচুয়ান ছিলেন ডিজাইনার। সম্ভাবনাময় ক্যারিয়ার ছিল তার। কিন্তু গ্রামে ছিলেন তার বৃদ্ধ বাবা মা। তাই ছয় বছর আগে হাংচৌ শহরের চাকচিক্যময় জীবন ছেড়ে গ্রামে চলে যান তরুণী চিয়াং। কিন্তু সেখানে তার কোন চাকরি ছিল না। চিয়াং লিচুয়ান ভাবলেন নিজের শৈল্পিক প্রতিভাকে কাজে লাগাবেন। তিনি নিজের গ্রামের বাড়িতে হোম স্টে নির্মাণের সিদ্ধান্ত নেন।

বাড়িতে তিনি গড়ে তোলেন আরামদায়ক বেডরুম, আধুনিক সুবিধার লিভিংরুম এবং অতিথি আপ্যায়নের সুন্দর ছোট ছোট কটেজ। সাথে রয়েছে গ্রামীণ পরিবেশ উপভোগের সুযোগ। আর গ্রামের সুন্দর প্রাকৃতিক দৃশ্য এবং সংস্কৃতি উপভোগের সুযোগ তো আছেই। সব মিলিয়ে তার বাসাবাড়িটিকেই তিনি পর্যটকদের থাকার জন্য হোম স্টে হিসেবে গড়ে নেন।

এটি গ্রামের পর্যটন শিল্পে বেশ ভালো গতি সঞ্চার করে। গ্রামের অন্য পরিবারগুলোর মধ্যেও তিনি হোম স্টে গড়ার উৎসাহ সঞ্চার করেন।

তিনি গ্রামের কমিউনিস্ট পার্টি প্রধানও নির্বাচিত হয়েছেন। চিয়াং মনে করেন আধুনিক তরুণ তরুনীদের সাহস করে এগিয়ে আসতে হবে। উদ্যোক্তা হতে হবে। এতে শুধু নিজেরই উন্নতি হবে না বরং গ্রামের আরও দশটা পরিবারের সামনে নতুন পথ খুলে যাবে।

 

লি বিংচি ১৫০০  মিটার ফ্রিস্টাইল সাঁতারে এশিয়ান রেকর্ড গড়েছেন

নারীদের ১৫০০ মিটার ফ্রি স্টাইল সাঁতারে এশিয়ান নতুন রেকর্ড গড়েছেন চীনের প্রখ্যাত ক্রীড়াবিদ লি বিংচি। বিস্তারিত রয়েছে প্রতিবেদনে।

গেল বৃহস্পতিবার ৪০০ মিটার ফ্রিস্টাইল সাঁতারে একটি নতুন বিশ্ব রেকর্ড স্থাপন করার পরে, অলিম্পিক চ্যাম্পিয়ন লি বিংচি শুক্রবার বেইজিংয়ে চীনা সাঁতার চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় দিনে ১৫০০ মিটারে একটি নতুন এশিয়ান রেকর্ড এবং ২০০  মিটার ফ্রিস্টাইলে একটি জাতীয় অর্জন  দিয়ে তার লাইমলাইট পারফরম্যান্স অব্যাহত রেখেছেন।

নারীদের ১৫০০ মিটার ফ্রিস্টাইলের ফাইনালে, লি ১৫ মিনিট এবং ৪১.৮০ সেকেন্ডের একটি এশিয়ান রেকর্ড তৈরি করেছেন, যা গত বছর জাপানের ওয়াকা কোবরির রেকর্ড ভেঙেছে।

টোকিও অলিম্পিক ২০২০-এ নারীদের ৪ গুণ ২০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে বিজয়ী দলের সদস্যদের একজন লি বলেন,‘"আমি ২০০ মিটার ফ্রিতে বেশি সন্তুষ্ট ছিলাম কারণ এটি আরও বেশি প্রতিযোগিতামূলক ছিল। ১৫০০ মিটার একটি নতুন ইভেন্ট যেখানে শুধুমাত্র কয়েকজন এশিয়ান সাঁতারু ছিল।"

বেইজিং-এ অনুষ্ঠিত তিন দিনের চাইনিজ সাঁতার চ্যাম্পিয়নশিপ ছিল আন্তর্জাতিক সাঁতার ফেডারেশন (FINA) ২০২২ বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপের যোগ্যতার যাচাই করার একটি মাপকাঠি। বিশ্ব সাঁতার প্রতিযোগিতা অস্ট্রেলিয়ার মেলবোর্নে ১৩-১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

 

সুপ্রিয় শ্রোতা , আজ আর কথা নয়, আকাশ ছুঁতে চাই অনুষ্ঠানের শেষ পর্যায়ে পৌঁছে গেছি আমরা। আমাদের অনুষ্ঠান আপনারা সবসময় শুনতে পাবেন শর্ট ওয়েভ ৯ হাজার ৪শ ৯০ এবং শর্ট ওয়েভ ১১ হাজার ৬শ ১০ কিলোহার্টজে। আরও শুনতে পাবেন সিআরআই বাংলার ওয়েবসাইটে এবং অবশ্যই আমাদের ফেসবুক পেজে। জেনে নিন আমাদের ইমেইল অ্যাডরেস, cmg.bangla@gmail.com আমাদের ফেসবুক পেজ facebook.com/CRIbangla এবং facebook.com/CMGbangla এবং আমাদের সাক্ষাৎকারগুলো ইউটিউবে দেখতে পাবেন। youtube.com/CMGbangla.

আজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। চাই চিয়েন।

সার্বিক  সম্পাদনা: ইয়ু কুয়াং ইউয়ে আনন্দী

লেখা, গ্রন্থনা,উপস্থাপনা : শান্তা মারিয়া

অডিও সম্পাদনা: রওজায়ে জাবিদা ঐশী ও শান্তা মারিয়া