অবিলম্বে কিউবার ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা তুলে নিতে চীনের আহ্বান
2022-11-03 18:56:56

নভেম্বর ৩: অবিলম্বে কিউবার ওপর থেকে একতরফা অর্থনৈতিক ও বাণিজ্যিক নিষেধাজ্ঞা তুলে নিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘে চীনের স্থায়ী উপ-প্রতিনিধি তাই পিং। তিনি গতকাল (বুধবার) জাতিসংঘ সাধারণ পরিষেদে আয়োজিত সংশ্লিষ্ট এক অধিবেশনে এ আহ্বান জানান।

অধিবেশনে তিনি বলেন, যুক্তরাষ্ট্র কিউবা এবং অন্যান্য দেশের বিরুদ্ধে একতরফাভাবে জবরদস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করেই যাচ্ছে, যা সংশ্লিষ্ট দেশগুলোর জনগণের বেঁচে থাকার ও উন্নয়নের অধিকারকে গুরুতরভাবে লঙ্ঘন করছে। এ ধরনের আচরণ শান্তিপূর্ণ উন্নয়ন ও জয়-জয় সহযোগিতার আন্তর্জাতিক প্রবণতার সাথেও অসঙ্গতিপূর্ণ।

তাই পিং বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদে পরপর ২৯ বার "কিউবার বিরুদ্ধে মার্কিন অর্থনৈতিক, বাণিজ্যিক ও আর্থিক নিষেধাজ্ঞার অবসান" প্রস্তাব গৃহীত হয়েছে। এসব প্রস্তাবে সকল দেশকে জাতিসংঘের সনদ এবং আন্তর্জাতিক আইনের নিয়ম মেনে চলার আহ্বান জানানো হয়েছে। এটি আন্তর্জাতিক সমাজের ন্যায়সঙ্গত আহ্বান এবং একে বাস্তবায়ন করতে হবে।  (ইয়াং/আলিম/ছাই)