‘শুধু বন্ধু নয়’
2022-11-03 10:00:05

বন্ধুরা, আজকের অনুষ্ঠানের চীনের তাইওয়ানের একজন গায়িকার সঙ্গে আপনাদেরকে পরিচয়ে করিয়ে দেবো, তার নাম হুয়াং সিয়াও হু।  আকর্ষণীয় কণ্ঠ তার বৈশিষ্ট্য। ১৯৯০ সাল থেকে এখন পর্যন্ত তার গানগুলো চীনে বেশ জনপ্রিয়।  বন্ধরা, আজকের অনুষ্ঠানে আমরা একসঙ্গে তার কিছু সুন্দর গান শুনবো।  অনুষ্ঠানের শুরুতে শুনুন হুয়াং সিয়াও হু’র একটি জনপ্রিয় গান ‘ Let It Be’।গান ১

 

হুয়াং সিয়াও হু ১৯৬৩ সালে তাইওয়ানের কাওসিয়োং শহরে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকে তিনি গান গাইতে খুব পছন্দ করতেন, প্রাথমিক স্কুলে পড়ার সময় কোরাসে যোগ দেন তিনি। মাধ্যমিক স্কুল শেষ করার পর তিনি গায়িকা হওয়ার সিদ্ধান্ত নেন এবং বিভিন্ন জায়গায় পারফর্ম করতে শুরু করেন। কয়েক বছর পর হুয়াং সিয়াও হু কাও সিয়োংয়ের সংগীত মহলে কিছুটা খ্যাতি পান।  ১৯৮৬ সালে একজন সংগীত প্রযোজকের সুপারিশে তিনি একটি সংগীত কোম্পানিতে যোগ দেন। সেই বছর তিনি নিজের গান প্রকাশ করেন। পরে হংকংয়ের অনুষ্ঠিত এশিয়ান সংগীত প্রতিযোগিতায় অংশ নিয়ে চতুর্থ পুরস্কার পান।গান ২

 

১৯৯০ সালে হুয়াং সিয়াও হু তার প্রথম ব্যক্তিগত অ্যালবাম ‘শুধু বন্ধু নয়’ প্রকাশ করেন। নারী হলেও তার কণ্ঠ বেশ গভীর ও আকর্ষণীয়, যা তখনকার তাইওয়ানের গায়িকাদের মধ্যে বেশ বৈশিষ্ট্যময়। তাই অ্যালবামটি দ্রুত জনপ্রিয়তা পায়। হুয়াং সিয়াও হুও চীনের গুরুত্বপূর্ণ সংগীত অ্যাওয়ার্ডস—গোল্ডেন সুর অ্যাওয়ার্ডসের বার্ষিক শ্রেষ্ঠ নতুন গায়িকার পুরস্কার পেয়ছেন। বন্ধুরা, এখন শুনুন এই অ্যালবামে খুব জনপ্রিয় একটি গান ‘শুধু বন্ধু নয়’।গান ৩

 

বিশেষ কণ্ঠের কারণে হুয়াং সিয়াও হু’র সংগীতশৈলী সাধারণ গায়িকার চেয়ে আরো বেশি বৈচিত্র্যময়।  ব্লুস, পপ, ডিস্কসহ বিভিন্ন শৈলীর গান তিনি গেয়েছেন। বিদেশেও তিনি জনপ্রিয়। ১৯৯৩ সালে হুয়াং সিয়াও হু একটি ইংরেজি অ্যালবাম ‘গোলাপ’ প্রকাশ করেন এবং জাপানে কনসার্ট আয়োজন করেন। বন্ধুরা, এখন শুনুন হুয়াং সিয়াও হু দেশে বিদেশে বেশ জনপ্রিয় একটি গান ‘Smoke Gets In Your Eyes’।গান ৪

 

১৯৯৪ সাল থেকে হুয়াং সিয়াও হু সংগীত প্রযোজনার কাজ করেন।  নিজের অ্যালবামের পাশাপাশি তিনি  অন্যান্য গায়কের জন্য গান রচনা করেন। এর মধ্যে উল্লেখ্য গায়ক সিয়াও হুয়াং ছি। তিনি অন্ধ। তবে উচ্চ সংগীত প্রতিভা রয়েছে। হুয়াং সিয়াও হু’র সমর্থন ও সাহায্যে সিয়াও হুয়াং সি অনেক জনপ্রিয় গান প্রকাশ করেন এবং গুরুত্বপূর্ণ গোল্ডেন সুর অ্যাওয়ার্ডসের শ্রেষ্ঠ গায়কের পুরস্কার পান।  হুয়াং সিয়াও হুকে কৃতজ্ঞতা প্রকাশের জন্য সিয়াও হুয়াং ছি তার জন্য একটি গান রচনা করেন। গানটি পরে হুয়াং সিয়াও হু’র সবচেয়ে জনপ্রিয় গানে পরিণত হয়। বন্ধুরা, এখন আমরা এই গান ‘এত সহজ নয়’ শুনবো।গান ৫

 

২০০৭ সাল থেকে হুয়াং সিয়াও হু বিভিন্ন সংগীত অনুষ্ঠান বিচারক ও শিক্ষকের কাজ করেন। নিজের প্রভাব ও দক্ষতা দিয়ে আরো বেশি মানুষের সংগীত স্বপ্ন পূরণ করতে সাহায্য করেন। বন্ধুরা, এখন শুনুন হুয়াং সিয়াও হু’র ২০০৯ সালে প্রকাশিত একটি সুন্দর গান ‘প্রিয় মানুষ’।গান ৬

 

এখনও হুয়াং সিয়াও হু নিয়মিত নতুন গান প্রকাশ করছেন ও কনসার্ট আয়োজন করছেন। তিনি দর্শকদের জন্য সুন্দর পারফরম্যান্স করছেন। বন্ধুরা, অনুষ্ঠানের শেষে আমরা একসঙ্গে হুয়াং সিয়াও হু’র আরেকটি সুন্দর গান ‘পুনরায় শুরু’ শুনবো, আশা করি আপনারা তার গানগুলো পছন্দ করবেন।গান ৭

 

বন্ধুরা, আজকের অনুষ্ঠান তাহলে এখানেই শেষ করছি। আশা করি, আমাদের অনুষ্ঠানে প্রচারিত গানগুলো আপনাদের ভালো লেগেছে।এখন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন ও সুস্থ থাকুন। আবার কথা হবে। চাই চিয়ান।