চীনে প্রাকৃতিক পরিবেশসংক্রান্ত বৈজ্ঞানিক নবত্যাপ্রবর্তন-ব্যবস্থা গড়ে তোলা হবে
2022-11-03 18:40:35


নভেম্বর ৩: দেশের প্রধান প্রাকৃতিক পরিবেশ সমস্যা এবং গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক চাহিদা অনুযায়ী, ‘চতুদর্শ পাঁচসালা পরিকল্পনার আওতায় প্রাকৃতিক পরিবেশ বৈজ্ঞানিক নবত্যাপ্রবর্তন বিশেষ কার্যক্রম’ গ্রহণ করেছে চীনের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানায়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, প্রাকৃতিক পরিবেশ মন্ত্রণালয়, শহর ও গ্রামীণ নির্মাণ মন্ত্রণালয়, আবহাওয়া ব্যুরো, এবং বন ও ঘাস ব্যুরো যৌথভাবে প্রাকৃতি পরিবেশসংক্রান্ত বৈজ্ঞানিক নব্যতাপ্রবর্তন-ব্যবস্থা গড়ে তুলবে।  

বিশেষ কার্যক্রমের লক্ষ্য হচ্ছে, প্রাকৃতিক পরিবেশের গুণগত মান উন্নয়ন করা,  প্রাকৃতিক পরিবেশের ঝুঁকি প্রতিরোধ করা, এবং  প্রাকৃতিক পরিবেশের সুস্থতা, রাসায়নিক পণ্যের নিরাপত্তা, ও বৈশ্বিক জলবায়ু পরিবর্তনসহ গুরুতর প্রাকৃতিক পরিবেশ ইস্যুতে মৌলিক গবেষণা গভীরতর করা। (ওয়াং হাইমান/আলিম/ছাই)