বিশ্বব্যাপী শরণার্থীদের রক্ষায় অর্থ সংগ্রহের ওপর জোর দেওয়া উচিত: জাতিসংঘে চীন
2022-11-03 13:50:40

নভেম্বর ৩: চীন জাতিসংঘ শরণার্থী বিভাগ ও শরণার্থীবিষয়ক উচ্চপদস্থ কর্মকর্তার কাজকে সমর্থন করে যাবে। আর, আন্তর্জাতিক সমাজের উচিত বিশ্বব্যাপী শরণার্থীদের রক্ষায় অর্থ সংগ্রহের ওপর জোর দেওয়া। গতকাল (বুধবার) জাতিসংঘে নিযুক্ত চীনের স্থায়ী উপপ্রতিনিধি কেং শুয়াং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বৈঠকে এ মন্তব্য করেন।

তিনি বলেন, বর্তমানে বিশ্বের বিভিন্ন জায়গায় শরণার্থী সমস্যা ক্রমশ জটিল থেকে জটিলতর হচ্ছে। ২০২২ সালে বিশ্বে শরণার্থী ও গৃহহারা মানুষের সংখ্যা প্রথমবারের মতো ১০ কোটি ছাড়িয়ে যায়। অথচ এসব মানুষের জন্য মানবিক সরবরাহ অনেক কমে গেছে।

মুখপাত্র বলেন, উন্নয়নশীল দেশগুলো বিশ্বের ৮৩ শতাংশ শরণার্থী গ্রহণ করেছে। উন্নত দেশগুলোর উচিত তাদের দেয়া সাহায্যের প্রতিশ্রুতি বাস্তবায়ন করে উন্নয়নশীল দেশগুলোর ওপর চাপ কমানো।

কেং শুয়াং বলেন, সশস্ত্র সংঘর্ষের সঙ্গে শরণার্থী সমস্যা সৃষ্টির ঘনিষ্ঠ সম্পর্ক আছে। নিরাপত্তা পরিষদ শরণার্থী সমস্যা সমাধানে সক্রিয় ভূমিকা পালন করতে পারে।

এ সময় কেং শুয়াং ইউক্রেন, ফিলিস্তিন সমস্যা, সিরিয়া সংকট, আফগান যুদ্ধের কারণে সৃষ্ট শরণার্থী সমস্যা নিয়ে চীনের অবস্থান ব্যাখ্যা করেন। (শুয়েই/আলিম/আকাশ)