বেইজিংয়ে পাক প্রধানমন্ত্রীর সঙ্গে লি খ্য ছিয়াংয়ের বৈঠক
2022-11-03 13:50:00

নভেম্বর ৩: গতকাল (বুধবার) বিকালে, বেইজিংয়ের গণ-মহাভবনে, চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং সফররত পাকিস্তানি প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফের সাথে এক বৈঠকে মিলিত হন।

বৈঠকে লি খ্য ছিয়াং বলেন, চীন ও পাকিস্তান পরস্পরের সার্বক্ষণিক কৌশলগত সহযোগিতামূলক অংশীদার, ঘনিষ্ঠ প্রতিবেশী, ও ভালো বন্ধু। চীন পাকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের ওপর অত্যন্ত গুরুত্ব দেয়।

তিনি বলেন, চীন পাকিস্তানের সঙ্গে সার্বিক সহযোগিতা সম্প্রসারণ করতে, আরও ঘনিষ্ঠ চীন-পাক অভিন্ন ভাগ্যের কমিউনিটি গড়ে তুলতে, এবং আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি ত্বরান্বিত করতে কাজ করে যেতে চায়।  

লি খ্য ছিয়াং বলেন, চীন পাকিস্তানকে বন্যা-উত্তর পুনর্নির্মাণকাজে সাহায্য দিয়ে যাবে। পাশাপাশি, চীন পাকিস্তানের সঙ্গে কৌশলগত সংযোগ জোরদার করে, বন্দর, যোগাযোগ, জ্বালানি, শিল্প ও সামাজিক জীবিকাসহ বিভিন্ন ক্ষেত্রে বাস্তবভিত্তিক সহযোগিতা আরও জোরদার করতে ইচ্ছুক।

এ সময় পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, কেন্দ্রীয় স্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ইস্যুতে পাকিস্তান সবসময় দৃঢ়ভাবে চীনকে সমর্থন করে যাবে। তাঁর দেশ চীনের সঙ্গে কৃষি, অবকাঠামো, পরিচ্ছন্ন জ্বালানিসহ বিভিন্ন খাতের সহযোগিতা ত্বরান্বিত করতে ইচ্ছুক।

বৈঠকে দুই প্রধানমন্ত্রী অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয় নিয়ে গভীরভাবে মত বিনিময় করেন।

বৈঠকশেষে দুই প্রধানমন্ত্রী আর্থ-বাণিজ্য, ই-কমার্স, ডিজিটাল অর্থনীতি, সংস্কৃতি ও আইন প্রয়োগসহ বিভিন্ন বিষয়ে সরকারি সহযোগিতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। (শুয়েই/আলিম/আকাশ)