নভেম্বর ৩: গতকাল (বুধবার) আরব লীগের দুই দিনব্যাপী ৩১তম শীর্ষ সম্মেলন আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে শেষ হয়। সম্মেলনশেষে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে বলা হয়, যে-কোনো আরব দেশের অভ্যন্তরীণ ব্যাপারে বাইরের হস্তক্ষেপের বিরোধিতা করা উচিত।
বিবৃতিতে আরও বলা হয়, আরব দেশগুলোর উচিত অভিন্ন কার্যক্রম জোরদার করা, যাতে সকল ক্ষেত্রে আরব দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করা যায়। এ ছাড়া, আরব দেশগুলোর উচিত যৌথভাবে খাদ্য, জ্বালানি, স্বাস্থ্য ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা করা।
আরব লীগের ২১টি সদস্যদেশের নেতৃবন্দ বা উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরহিস ও আরব লীগের মহাসচিব আহমদ আবুল গাইত সম্মেলনে অংশ নেন। (প্রেমা/আলিম/শুয়েই)