মেংথিয়ান মহাকাশ-গবেষণাগারে প্রবেশ করলেন চীনের শেনচৌ-১৪ নভোচারীরা
2022-11-03 18:58:13

নভেম্বর ৩: বেইজিং সময় আজ (বৃহস্পতিবার) বিকেল ৩টা ১২ মিনিটে শেনচৌ-১৪ নভোচারীরা সফলভাবে মেংথিয়ান মহাকাশ-গবেষণাগারে প্রবেশ করেন। চীনের মানববাহী মহাকাশ প্রকল্পের কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে।

কার্যালয় জানায়, চলতি বছর শেষ হবার আগেই, শেনচৌ-১৪ মহাকাশচারীরা মহাকাশকেন্দ্রে থিয়ানচৌ-৫ মালবাহী মহাকাশযান এবং শেনচৌ-১৫ মানববাহী মহাকাশযানকে গ্রহণ করবে। তখন, শেনচৌ-১৪ এবং শেনচৌ-১৫-এর নভোচারীদের মধ্যে ইতিহাসে প্রথমবারের মতো কক্ষপথে দায়িত্ব হস্তান্তর হবে। (ইয়াং/আলিম/ছাই)