সিঙ্গাপুর সফর করলেন চীনা উপপ্রধানমন্ত্রী হান চেং
2022-11-03 18:32:52

নভেম্বর ৩: চীনা উপপ্রধানমন্ত্রী হান চেং গত পয়লা নভেম্বর থেকে দোসরা নভেম্বর পর্যন্ত সিঙ্গাপুর সফর করেন। সফরকালে তিনি পৃথক পৃথকভাবে সিঙ্গাপুরের প্রেসিডেন্ট হালিমা ইয়াকুব, প্রধানমন্ত্রী লি সিয়েন লুং, উপপ্রধানমন্ত্রী লরেন্স ওং, উপপ্রধানমন্ত্রী হেং সুই কিট ও রাষ্ট্রীয় উপদেষ্টা তেও চি হেনের সঙ্গে সাক্ষাতে মিলিত হন।

সফরকালে তিনি সিঙ্গাপুরের উপপ্রধানমন্ত্রী লরেন্স ওং-এর সাথে যৌথভাবে চীন-সিঙ্গাপুর দ্বিপক্ষীয় সহযোগিতা যৌথ কমিশনের অষ্টাদশ সম্মেলন, সুচৌ শিল্প এলাকা যৌথ সমঝোতা পরিষদের ২৩তম সম্মেলন, থিয়ানচিন প্রাকৃতিক শহর যৌথ সমঝোতা পরিষদের চতুর্দশ সম্মেলন, এবং চীন-সিঙ্গাপুর (ছংছিং) কৌশলগত পারস্পরিক যোগাযোগ প্রদর্শনী প্রকল্প যৌথ সমঝোতা পরিষদের ষষ্ঠ সম্মেলনে সভাপতিত্ব করেন।

সফরকালে হান চেং বলেন, বর্তমানে দু’দেশের সম্পর্ক সুষ্ঠুভাবে উন্নত হচ্ছে। এটি শুধু দু’দেশের উন্নয়ন তা নয়, বরং বিশ্বের উন্নয়নে দু’দেশের অবদানও বটে। উন্নয়ন হলো চীনা কমিউনিস্ট পার্ট (সিপিসি)-র দেশ প্রশাসনের প্রথম নীতি। চীন উচ্চমানের উন্নয়ন বাস্তবায়ন করতে এবং উচ্চমানের বৈদেশিক উন্মুক্তকরণ ত্বরান্বিত করতে প্রচেষ্টা অব্যাহত রাখবে।

তিনি বলেন, চীন সিঙ্গাপুরের সঙ্গে সহযোগিতা জোরদার ও অভিজ্ঞতা বিনিময় করতে ইচ্ছুক। চীন সিঙ্গাপুরের সঙ্গে অর্থনীতির বিশ্বায়ন ও আঞ্চলিক একীকরণ উন্নয়ন ত্বরান্বিত এবং আঞ্চলিক সমৃদ্ধি ও স্থিতিশীলতা সুরক্ষার চেষ্টা করে যাবে।  (ছাই/আলিম/ওয়াং হাইমান)