‘তাই তুমিও এখানে’
2022-11-02 18:47:55

সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। এখন শুনবেন সংগীতানুষ্ঠান তোমার জন্য গান এবং আপনাদের সঙ্গে আছি আমি মুক্তা।

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে নারী কন্ঠশিল্পী চৌ বি ছাংয়ের পরিচয় দেবো। তিনি ১৯৮৫ সালের ২৬ ফেব্রুয়ারি চীনের হুনান প্রদেশের ছাংসা শহরে জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনের সঙ্গীত মহলের খুব বিখ্যাত গায়িকা, গীতিকার এবং অভিনেত্রী। এ ছাড়া তিনি নিজেও একটি ফ্যাশন ব্রান্ড প্রতিষ্ঠা করেছেন। প্রথমে শোনাবো তাঁর কন্ঠে ‘সবচেয়ে সুন্দর প্রত্যাশা’ শীর্ষক গান। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ১)

বন্ধুরা, শুনছিলেন চৌ বি ছাংয়ের কন্ঠে ‘সবচেয়ে সুন্দর প্রত্যাশা’ শীর্ষক গান। ১৯৮৫ সালে চৌ বি ছাং চীনের হুনান প্রদেশের ছাং সা শহরের এক সঙ্গীত পরিবারে জন্মগ্রহণ করেন। তার নানা-নানী, দাদা-দাদি সবাই সঙ্গীতের সঙ্গে জড়িত। তার বাবাও একজন সঙ্গীতপ্রেমী। চৌ বি ছাং-এর বাবা-মা আশা করেছিলেন, তিনি বড় হওয়ার পর একজন লেখক বা সাংবাদিক হবেন। তাই তাকে 'বি ছাং' এই নাম দিয়েছেন, কারণ এই নামের বাংলা অর্থ হল 'লেখার ক্ষেত্রে মেধাবী'। এখন শোনাবো তাঁর কন্ঠে ‘নোট’ শীর্ষক গান। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ২)

বন্ধুরা, শুনছিলেন চৌ বি ছাংয়ের কন্ঠে ‘নোট’ শীর্ষক গান। ১৯৯১ সালে বাবা-মা'র চাকরি পরিবর্তন হওয়ার কারণে ছয় বছর বয়সী চৌ বি ছাং বাবা-মা'র সঙ্গে হুনান প্রদেশ থেকে শেন চেন শহরে চলে যান। ২০০৩ সালে চৌ বি ছাং চীনের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি পরীক্ষায় অংশ নেন এবং শ্রেষ্ঠ ফলাফল নিয়ে কুয়াং চৌ সিংহাই কনজার্ভেটোরি অব মিউজিকে ভর্তি হন। ২০০৫ সালে চৌ বি ছাং চীনের বিখ্যাত টিভি অনুষ্ঠান 'সুপার গল' সঙ্গীত প্রতিযোগিতায় অংশ নিয়ে দ্বিতীয় পুরস্কার লাভ করেন। এর মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে সঙ্গীতজগতে প্রবেশ করেন। এখন শোনাবো তাঁর কন্ঠে ‘তাই তুমিও এখানে’ শীর্ষক গান।

(গান ৩)

বন্ধুরা, শুনছিলেন চৌ বি ছাংয়ের কন্ঠে ‘তাই তুমিও এখানে’ শীর্ষক গান। ২০০৬ সালে চৌ বি ছাং-এর প্রথম অ্যালবাম 'কে আমার গিটার নিয়েছে' প্রকাশিত হয়। এ ছাড়া, চৌ বি ছাং যথাক্রমে 'সহপাঠী' এবং '৬০১ নং ফোনকল' নামে চলচ্চিত্রে প্রধান অভিনেত্রী হিসেবে অভিনয় করেন। ২০০৭ সালে তিনি যুক্তরাষ্ট্রে সঙ্গীত শিখতে যান এবং শ্রেষ্ঠ ফলাফল নিয়ে স্নাতক ডিগ্রী লাভ করেন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘কে আমার স্ট্রিং সরিয়ে দিয়েছে’ শীর্ষক গান শোনাবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ৪)

বন্ধুরা, শুনছিলেন চৌ বি ছাংয়ের কন্ঠে ‘কে আমার স্ট্রিং সরিয়ে দিয়েছে’ শীর্ষক গান। ২০০৮ সালে চৌ বি ছাং দু'টি অ্যালবাম প্রকাশ করেন: 'Now' এবং 'Wow'। চৌ বি ছাং এই দু'টি অ্যালবাম নিয়ে সেই বছর 'অরিয়েন্টাল সঙ্গীত তালিকা' এবং MusicRadio-এর সঙ্গীত তালিকার শ্রেষ্ঠ গায়িকার পুরস্কার জিতে নেন। ২০১০ সালে চৌ বি ছাং তার ব্যক্তিগত কনসার্টের আয়োজন করেন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘ব্যথা নাই’ শীর্ষক গান শোনাবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ৫)

বন্ধুরা, শুনছিলেন চৌ বি ছাংয়ের কন্ঠে ‘ব্যথা নাই’ শীর্ষক গান। ২০১২ সালে চৌ বি ছাং নিজের একটি ফ্যাশন স্টুডিও স্থাপন করেন, যার নাম 'Begins Studio'। ২০১৪ সালে চৌ বি ছাং ইউরোপের সঙ্গীত পুরস্কারের 'বিশ্বের শ্রেষ্ঠ শিল্পীর' পুরস্কার লাভ করেন। এ ছাড়া তিনি দুই বার প্যারিস ফ্যাশন শো-তে আমন্ত্রিত হন। ২০১৫ সালে চৌ বি ছাং হংকং-এ দুটি কনসার্ট আয়োজন করেন। তিনি হংকং-এ কনসার্ট আয়োজন করা চীনের মূল ভূভাগের প্রথম কন্ঠশিল্পী। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘আদর্শ’ শীর্ষক গান শোনাবো। আশা করি, আপনারা গানটি পছন্দ করবেন।

(গান ৬)

বন্ধুরা, শুনছিলেন চৌ বি ছাংয়ের কন্ঠে গান। চৌ বি ছাং একজন সফল ব্যবসায়ীও বটে। তিনি বিভিন্ন দাতব্যকাজে অংশ নিয়েছেন। তার নিজস্ব একটি ফ্যাশন ব্রান্ড Begins আছে। তিনি বিভিন্ন বিশ্ববিখ্যাত ব্রান্ডের সঙ্গে যৌথভাবে পণ্য ডিজাইন করেন। ২০১৩ সালে তিনি চীনের দাতব্যকাজে নিয়োজিত ব্যক্তিদের তালিকার ১৭তম স্থানে ছিলেন।

(গান ৭)

প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। ‘গানের অনুরোধ’ আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারও আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান। (ছাই/আলিম)