‘তাঞ্জানিয়ার প্রেসিডেন্টের আসন্ন চীন সফর দ্বিপাক্ষিক সম্পর্ক আরও উন্নত করবে’
2022-11-02 19:00:19

নভেম্বর ২: তাঞ্জানিয়ার প্রেসিডেন্টের আসন্ন চীন সফর দু’দেশের সম্পর্ককে আরও উন্নত করবে। এ সফর হবে দু’দেশের মধ্যে উচ্চ পর্যায়ের বন্ধুত্বের ও পারস্পরিক আস্থার প্রতিফলন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান আজ (বুধবার) বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।

চাও লি চিয়ান বলেন, তাঞ্জানিয়ার প্রেসিডেন্ট হবেন চীনা কমিউনিস্ট পার্টির বিংশ জাতীয় কংগ্রেসের পর চীন সফরে আসা প্রথম আফ্রিকান রাষ্ট্রপ্রধান। চীন ও তাঞ্জানিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চীন-আফ্রিকা বন্ধুত্ব ও সহযোগিতার প্রতীক। বর্তমানে চীন-আফ্রিকা সম্পর্ক জোরালোভাবে বিকশিত হচ্ছে। চীন আফ্রিকার দেশগুলোর সাথে ঘনিষ্ঠতা বাড়াতে এবং নতুন বৈশ্বিক পরিস্থিতিতে চীন-আফ্রিকা বন্ধুত্ব ও সহযোগিতার চেতনা প্রচার করতে চায়।

উল্লেখ্য, চীনে তাঞ্জানিয়ার রাষ্ট্রদূত সম্প্রতি এক প্রেস ব্রিফিংয়ে বলেন, তাঁর দেশের প্রেসিডেন্টের চীন সফরের সময় দুই পক্ষ বেশকিছু চুক্তি স্বাক্ষর করবে।  (ইয়াং/আলিম/ছাই)