‘যুক্তরাষ্ট্রের কথা না-শুনে সংশ্লিষ্ট দেশগুলোর উচিত স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়া’
2022-11-02 18:47:12

নভেম্বর ২: সেমিকন্ডাক্টর-বাণিজ্য প্রসঙ্গে সংশ্লিষ্ট দেশগুলোর উচিত, যুক্তরাষ্ট্রের কথা না-শুনে, নিজেদের দীর্ঘমেয়াদী স্বার্থ ও আন্তর্জাতিক সমাজের মৌলিক স্বার্থ বিবেচনায় রেখে, স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়া। জাপানসহ সংশ্লিষ্ট কয়েকটি দেশকে চীনের সাথে সেমিকন্ডাক্টর-বাণিজ্য সীমিত রাখার মার্কিনি অনুরোধ প্রসঙ্গে আজ (বুধবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান বেইজিংয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।

মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্র বরাবরই চীনা শিল্পপ্রতিষ্ঠানগুলোর ওপর না-হক চাপ প্রয়োগের নীতি অনুসরণ করে আসছে। চীনা অর্থনীতির অগ্রগতির পথে বাধা সৃষ্টি করতে যুক্তরাষ্ট্র মিত্র দেশগুলোকে বাধ্য করছে। এ ধরনের আচরণ বৈশ্বিক শিল্প চেইনের স্থিতিশীলতার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে; অবাধ বাণিজ্যের নিয়মও এতে লঙ্ঘিত হচ্ছে।

মুখপাত্র আরও বলেন, আন্তর্জাতিক সমাজের সঙ্গে যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদী আচরণের বিরোধীতা করে যৌথভাবে বৈশ্বিক অর্থনৈতিক নিয়ম ও ভিত্তির স্থিতিশীলতা রক্ষা করতে হবে। (ওয়াং হাইমান/আলিম/ছাই)