‘মানবাধিকার ইস্যু ব্যবহার করে চীনকে অপমান করার তীব্র বিরোধিতা করে বেইজিং’
2022-11-02 18:56:48

নভেম্বর ২: মানবাধিকার ইস্যু ব্যবহার করে, চীনকে অপমান করার যে-কোনো অপচেষ্টার তীব্র বিরোধিতা করে বেইজিং। সম্প্রতি জাতিসংঘ সাধারণ পরিষদের মানবাধিকাবিষয়ক এক সম্মেলনে এ কথা বলেন জাতিসংঘে চীনা প্রতিনিধি তাই ফিং।

তিনি বলেন, অনেক দেশ মানবাধিকার ইস্যুর রাজনীতিকরণ ও একে অজুহাত হিসেবে ব্যবহার করে চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের স্পষ্ট বিরোধিতা করেছে এবং তারা চীনের মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন নিয়ে ইতিবাচক মন্তব্যও করেছে। এ অবস্থায়, যুক্তরাষ্ট্র ও পশ্চিমের কয়েকটি দেশের চীন-বিরোধী অপচেষ্টা সফল হবে না।

তিনি আরও বলেন, চীন প্রকৃত বহুপাক্ষিকতাকে সমুন্নত রাখতে এবং জাতিসংঘের সাথে আন্তর্জাতিক ব্যবস্থাকে রক্ষা করতে একসাথে কাজ করে যেতে ইচ্ছুক। চীন সকলের জন্য মানবাধিকার এবং মানবজাতির জন্য একটি অভিন্ন লক্ষ্যের কমিউনিটি গঠন করতে সকলের সাথে কাজ করতে চায়।

উল্লেখ্য, গত ৩১শে অক্টোবর, যুক্তরাষ্ট্র ও কানাডাসহ কয়েকটি দেশ, জাতিসংঘ সাধারণ পরিষদের তৃতীয় কমিটিতে চীনকে আক্রমণ ও অপদস্থ করার চেষ্টা করে। (ইয়াং/আলিম/ছাই)