কৃষ্ণ সাগর বন্দর কৃষিপণ্য রফতানি চুক্তি নিয়ে পুতিন-এরদোয়ান ফোনালাপ
2022-11-02 18:49:06

নভেম্বর ২: রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গতকাল (বুধবার) তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তায়িপ এরদোয়ানের সঙ্গে ফোনালাপে কৃষ্ণ সাগর বন্দর কৃষিপণ্য রফতানি চুক্তি নিয়ে আলোচনা করেন। দু’নেতা বর্তমান পরিস্থিতি নিয়ে আন্তরিকভাবে মত বিনিময় করেছেন বলে রুশ ক্রেমলিন সরকারি ওয়েবসাইটে প্রকাশিত খবরে বলা হয়েছে।

ফোনালাপে পুতিন কৃষ্ণ সাগর বন্দর দিয়ে কৃষিপণ্য রফতানি স্থগিতের কারণ ব্যাখ্যা করেন। তিনি বলেন, পশ্চিমা দেশগুলোর সমর্থনে নিয়ে ইউক্রেন সম্প্রতি সমুদ্রে স্থাপিত মানবিক করিডোরে অবস্থানকারী রুশ জাহাজ ও অবকাঠামোর ওপর হামলা চালায়। এ ঘটনার আগে তদন্ত হওয়া উচত। ইউক্রেনের উচিত সামরিক উদ্দেশ্যে এ করিডোর ব্যবহার না-করার বাধ্যবাধকতা স্বীকার করা। তা না-হলে করিডোরের নিরাপত্তা সুরক্ষা করা যাবে না।

জবাবে এরদোয়ান বলেন, তুরস্ক রাশিয়া ও ইউক্রেনের সঙ্গে এ চুক্তি নিয়ে সৃষ্ট অচলাবস্থার অবসানে কাজ করে যাচ্ছে। তুরস্ক রাশিয়ার সঙ্গে সমস্যা সমাধানে সহযোগিতা চালাতে ইচ্ছুক।  (ছাই/আলিম/ওয়াং হাইমান)