ভারতে সেতু ভেঙে নিহত ১৩৫
2022-11-02 10:10:16

নভেম্বর ২: ভারতের গুজরাটে একটি সেতু ভেঙে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৫ জনে। আরও শতাধিক লোক আহত হয়েছে। বর্তমানে উদ্ধার কাজ পুরোদমে চলছে। 

 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজের খোঁজ-খবর নিয়েছেন।

 

ভারতের ইন্ডিয়ান প্রেস মঙ্গলবার এই খবর জানায়।

 

দীপাবলি উদযাপনের মধ্যে গুজরাট রাজ্যে ব্রিটিশ আমলে তৈরি এই ঝুলন্ত সেতুটি রোববার ধসে পড়লে অনেকেই নদীতে পড়ে যায়। তাদের বেশিরভাগই নারী ও শিশু।

 

স্থানীয় জরুরি অবস্থা মোকাবিলা বিভাগ, ভারতের স্থল, নৌ ও বিমান বাহিনী নিয়ে গঠিত উদ্ধার দল উদ্ধার কাজ চালাতে ঘটনাস্থলে পৌঁছায়।

 

ভারতের নয়াদিল্লী টেলিভিশনের মঙ্গলবারের খবরে বলা হয়, ১৭৭ জনকে উদ্ধার করা হয়েছে, আহতদের কাছাকাছি হাসপাতালে পাঠানো হয়েছে।

 

ইন্ডিয়া প্রেসের খবরে আরও বলা হয়, চলতি বছরের মার্চ মাসে স্থানীয় সরকার একটি ট্রাস্টকে এই সেতু মেরামত ও পরিচালনার কাজ দিয়েছে। কিন্তু রাজ্য সরকারের যথাযথ ফিটনেস সার্টিফিকেট ছাড়াই ট্রাস্ট সেতুটি পুনরায় খুলে দেয়।

 

স্থানীয় পুলিশ অন্যায় হতাহতের কারণে এই ট্রাস্ট এবং সম্ভাব্য সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। ইতোমধ্যে ৯ জন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে পুলিশ।

 

বেশ কিছু তথ্যমাধ্যমের খবরে বলা হয়, ঘটনা ঘটার সময় সেতুতে অন্তত ৪ শ’ জন লোক ছিল। তা খুব সম্ভবত এই দুর্ঘটনা ঘটার অন্যতম কারণ।

(শুয়েই/এনাম/আকাশ)