ভিয়েতনামের প্রেসিডেন্টের সঙ্গে লি জানশু, ওয়াং ইয়াং’র পৃথক সাক্ষাত
2022-11-02 10:56:57

নভেম্বর ২: গতকাল (মঙ্গলবার) চীনের জাতীয় গণ-কংগ্রেসের স্থায়ী কমিটির প্রধান লি জানশু এবং গণ-রাজনৈতিক পরামর্শ সম্মেলনের চেয়ারম্যান ওয়াং ইয়াং যথাক্রমে বেইজিংয়ে তিও ইয়ুথাই রাষ্ট্রীয় অতিথি ভবনে ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নগুয়েন ফু ট্রংয়ের সঙ্গে সাক্ষাত করেন।

 

লি জানশু বলেন, গতকাল সাধারণ সম্পাদক সি চিন পিং নগুয়েন ফু ট্রংয়ের সঙ্গে এক বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ মতৈক্যে পৌঁছান। তা দু’দেশ ও বিশ্বের ওপর গুরুত্বপূর্ণ প্রভাব তৈরি করবে এবং দু’দেশের সমাজতান্ত্রিক ব্রতের জন্য শক্তিশালী চালিকাশক্তি যোগিয়েছে।

 

তিনি বলেন, চীনের জাতীয় গণ-কংগ্রেস অধিকতরভাবে ভিয়েতনামের জাতীয় পরিষদের সঙ্গে সহযোগিতা ঘনিষ্ঠতর করে নতুন যুগে চীন-ভিয়েতনাম সার্বিক সহযোগিতামূলক অংশীদারি সম্পর্ককে গভীরতর করার জন্য অবদান রাখতে চায়।

 

ওয়াং ইয়াং বলেন, ২০তম জাতীয় কংগ্রেসের পরই ভিয়েতনামের সাধারণ সম্পাদককে চীনে অভ্যর্থনা জানিয়ে চীন-ভিয়েতনাম “কমরেড ও ভাই” বিশেষ সম্পর্কের ওপর উচ্চ গুরুত্ব দিয়েছে চীন। দু’দেশের জনগণের ঐতিহ্যবাহী মৈত্রীর উচ্চ মূল্যায়নের প্রতিফলন এ সফর।

 

তিনি বলেন, ভিয়েতনাম ফাদারল্যান্ড ফ্রন্টের সঙ্গে দু’পার্টির শীর্ষ নেতাদের পৌঁছানো মতৈক্য কার্যকর করে বিভিন্ন পর্যায়ের বন্ধুত্বপূর্ণ বিনিময় গভীরতর করে রাজনীতিতে অংশগ্রহণসহ বিভিন্ন ক্ষেত্রের কর্ম-অভিজ্ঞতা বিনিময় চালাতে ইচ্ছুক চীন। যাতে কৌশলগত তাৎপর্যপূর্ণ চীন-ভিয়েতনাম অভিন্ন লক্ষ্যের কমিউনিটি প্রতিষ্ঠার জন্য ইতিবাচক অবদান রাখা যায়।

 

নগুয়েন ফু ট্রং বলেন, চীনের সঙ্গে দু’পার্টির শীর্ষ নেতাদের মতৈক্য কার্যকর করে সমাজের বিভিন্ন মহলের শক্তি ও দেশি-বিদেশি সম্পদ মিলিয়ে ভিয়েতনাম-চীন সম্পর্কের অধিকর উন্নয়ন ত্বরান্বিত করতে চায় ভিয়েতনাম।

 

(প্রেমা/এনাম/শুয়েই)