চীন, ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীদের ফোনালাপ অনুষ্ঠিত
2022-11-02 10:55:32

নভেম্বর ২: গতকাল (মঙ্গলবার) চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ক্যাথরিন কোলোনার সঙ্গে ফোনালাপ করেছেন।

 

ওয়াং ই সিপিসি’র ২০তম জাতীয় কংগ্রেসের গুরুত্বপূর্ণ ফলাফল ও গভীর তাৎপর্য ব্যাখ্যা করে বলেন, কংগ্রেসে গৃহীত চীনের উন্নয়ন নীল নকশা ও দেশি-বিদেশি নীতি বিশৃঙ্খল বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ নিশ্চয়তা যোগানোর পাশাপাশি বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় শক্তিশালী ইতিবাচক জ্বালানী সরবরাহ করবে। চীন-ফ্রান্স ও চীন-ইউরোপ সার্বিক কৌশলগত অংশীদারি সম্পর্ককে বেগবানে ইচ্ছুক বেইজিং।

 

কোলোনা বলেন, চীনের সঙ্গে পারস্পরিক আস্থা গভীরতর করতে এবং যৌথভাবে বিশ্ব শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে চায় ফ্রান্স।

 

এছাড়া, দুই পররাষ্ট্রমন্ত্রী ইউক্রেনসহ বিভিন্ন বিষয়ে মত বিনিময় করেন।


(প্রেমা/এনাম/শুয়েই)