‘যুবক’
2022-11-02 10:53:24

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী মেং রানের সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

 

মেং রান, ১৯৮৯ সালের ২৪ মার্চ চীনের ইনারমঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলে জন্মগ্রহণ করেন। তিনি চীনের মূল ভূভাগের একজন নারী কণ্ঠশিল্পী, তিনি একই সঙ্গে একজন গীতিকার।

 

২০১২ সালের জানুয়ারি মাসে মেং রানের প্রথম গান ‘তোমাকে আমাকে ভালোবাসি’ মুক্তি পায়। একই বছরের এপ্রিল মাসে তাঁর প্রথম ব্যক্তিগত অ্যালবাম ‘ভুলে যাওয়ার ভান করি’ বাজারে আসে। ২০১৩ সালের সেপ্টেম্বর মাসে তাঁর গান ‘তোমাকে ছাড়া আমার খুব একাকী লাগছে’ মুক্তি পায়। ২০২১ সালের মার্চ মাসে তাঁর গান ‘যুবক’ প্রকাশিত হয়।

 

বন্ধুরা, এখন শুনুন মেং রানের গান ‘আরশান’। গানের কথায় বলা হয়, আমি তোমাকে নিয়ে একটি জায়গায় যাবো। সেখানে পাখি গান গায়, ফুলের সুগন্ধ নাকে আসে। আমি তোমাকে একটি জায়গায় নিয়ে যাবো, সেখানে সবাই আন্তরিকতা নিয়ে বন্ধু হবে। আমি তোমাকে নিয়ে একটি জায়গায় যাবো, সেখানে তারা চাঁদের সঙ্গে নাচে।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় শ্রোতা বন্ধুরা, এখন শুনুন মেং রানের গান ‘যুবক’ । গানের কথায় বলা হয়, জীবন পরিবর্তন করো, নিজেকে খুশি করো। আবহাওয়াও ভালো হয়ে যাবে। আর অপেক্ষা করছো কেন, সঠিক সিদ্ধান্ত নাও। যা অতীতের কথা, তা আর চিন্তা করো না। পথ ঠিক পায়ের নিচে, শুধু মনে রাখো, আমি আগের সেই যুবক ছিলাম।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, এবারে শুনুন মেং রানের গান ‘বেইজিংয়ের জীবন’। গানের কথাগুলো এমন: প্রত্যেক প্রাণীর নিজের বাড়ি আছে। ছাং আন রাস্তায় হাজার হাজার বাড়ির বাতি, আমি শুধু তোমার সেই বাতি চাই। বাইরের বিশ্বে এত বিপদ, প্রত্যেক সাধারণ মানুষ ঠিক আমাদের মতই। দৃশ্য দেখার সময় নেই, শুধুই ব্যস্ততায় থাকে। তবুও ভিড়ের বাসে স্বপ্ন থাকে, প্রেম রূপকথার মত নয়।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, এবারে শুনুন মেং রানের গান ‘বুনোফুল’। গানের কথায় বলা হয়, কেউ জানে না, আমার নাম, কেউ জানে না, আমার গল্প। কখন পৌঁছে যাবে, তা গুরুত্ব দেই না, সব দুঃখ ভুলে যাব। পথ পায়ের নিচে, ঘোড়ায় দৌড়ে যাবো।

আচ্ছা, শুনুন গানটি।

 

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী মেং রানের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)