আজকের টপিক: ৬০৬৪ নম্বর ট্রেন
2022-11-02 15:57:47

বন্ধুরা,  চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি ট্রেনের নম্বর হলো ৬০৬৪। ট্রেনটি সিছুয়ান প্রদেশের কুয়াং ইয়ান শহর এবং সান সি প্রদেশের পাও চি শহরের মধ্যে যাতায়াত করে। ট্রেনটি চীনের সি ছুয়ান প্রদেশ, কান সু প্রদেশ ও সান সি প্রদেশের মধ্য দিয়ে যায়। যাত্রাপথ ৩৫০ কিলোমিটার। ট্রেনের ভাড়া অনেক কম। যদি যাতায়াতের দূরত্ব ২০ কিলোমিটারের কম হয়, তাহলে ট্রেনের টিকিটের দাম মাত্র এক ইউয়ান!যদি আপনি এ ট্রেনে সম্পূর্ণ পথ ভ্রমণ করেন, তাহলে টিকিটের দাম হবে মাত্র ২১.৫ ইউয়ান! এ ট্রেন আশেপাশের লোকজনের জন্য অনেক সুবিধা বয়ে এনেছে। ট্রেনলাইনের আশেপাশের ১৯টি স্কুলের ছাত্রছাত্রীরা এ ট্রেনে চড়ে স্কুলে যায় এবং বাসায় ফেরে। ট্রেনটি তাদের সুবিধার জন্য বিশেষ করে “লেখাপড়া বগি” সৃষ্টি করেছে। এতে ছোট লাইব্রেরিও রয়েছে। শিক্ষার্থীরা এ বগিতে  বই পড়তে পারে এবং বাড়ির কাজ করতে পারে।


পাশাপাশি, ট্রেনলাইনের আশেপাশের গ্রামাঞ্চলের অধিবাসীরা এ ট্রেনে চড়ে শহরে যায় ও তাদের কৃষিপণ্য বিক্রি করে। তাদের সুবিধার জন্য ট্রেনটি বিশেষ করে “কৃষক সাহায্য বগি” সৃষ্টি করেছে। এ বগিতে কৃষিপণ্য প্রদর্শণের বিশেষ জায়গাও রয়েছে। কৃষকরা ট্রেনে অন্য যাত্রীদেরকে তাদের কৃষিপণ্য দেখাতে পারেন এবং সরাসরি বিক্রি করতে পারেন। কৃষিপণ্যের গুণগত মান ও উত্পাদন বাড়াতে ট্রেনটি নিয়মিত কৃষিবিশেষজ্ঞদের আমন্ত্রণ জানায়। তাঁরা ট্রেনে এসে লেকচার দেন। এতে কৃষকদের জ্ঞান বৃদ্ধি পায়। কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন প্রশ্নের জবাবও কৃষকরা বিশেষজ্ঞদের কাছ থেকে পেয়ে থাকেন।


মাদাম ছাও ছুই লিয়ান মাঝে মাঝে এ ট্রেনে চড়ে শহরে গিয়ে কৃষিপণ্য বিক্রি করেন। তিনি আমাদেরকে জানান, তার বাসা থেকে লুই ইয়ান কাউন্টির দূরত্ব প্রায় ৬০ কিলোমিটার। প্রাইভেট কারে এ দূরত্ব অতিক্রম করতে এক শ ইউয়ানের বেশি লাগে। কিন্তু ট্রেনে লাগে মাত্র ৪ ইউয়ান। তাকে কৃষিপণ্যের জন্য আলাদা কোনো চার্জ দিতে হয় না। তিনি এইবার প্রায় ৫০ কেজি ওয়ালনাট ও ৫০ কেজি চায়নিজ চেস্টনার্ট নিয়ে লুই ইয়ান কাউন্টিতে যান ও সেখানে সেগুলো বিক্রি করেন। তিনি একদিনে এ সব পণ্যের বিক্রি শেষ করেন। তিনি জানান, তার জীবন অনেক উন্নত হয়েছে; নতুন ফ্লাটও কিনেছেন। 


ট্রেনটির কর্মকর্তা ও কর্মচারীদের সম্পর্কে তিনি জানান, তারা অনেক দয়ালু, দায়িত্বশীল। তাঁরা সবসময় যাত্রীদের সাহায্য করেন। তিনি বলেন,“তারা আমাদের সাধারণ মানুষদের সঙ্গে অনেক ভালো ব্যবহার করেন।”তিনি জানান, একবার তিনি ট্রেনে তাঁর দাড়িপাল্লাটি ভুলে ফেলে গিয়েছিলেন। বাড়ি গিয়ে বিষয়টি খেয়াল করে তিনি ট্রেনের কর্মকর্তাকে ফোন করেন। উক্ত কর্মকর্তা তাকে দাড়িপাল্লাটি খুঁজে দেখার আশ্বাস দেন। পরে সেটি খুঁজে পাওয়াও যায় এবং মাদাম ছাও ছুই লিয়ান দুশ্চিন্তামুক্ত হন।


মাদাম ছাও ছুই লিয়ানের দাড়িপাল্লা হারানো ও সেটি আবার খুঁজে পাওয়ার গল্প সত্যিই মনোমুগ্ধকর। ৬০৬৪ নম্বর ট্রেন অনেকের মুখে হাসি ফুটিয়েছে। ৬০৬৪ নম্বর ট্রেন ৬০ বছর ধরে লোকজনকে সেবা দিয়ে আসছে। প্রতিদিন সকালে, সুর্য ওঠার সাথে সাথে, ট্রেনটি যেন সবাইকে আশার বাণী শোনায়, ছুটে চলে গন্তব্যের পানে। 


(আকাশ/আলিম)