চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের বিরোধিতা করলো অর্ধ শতাধিক দেশ
2022-11-02 18:50:55

নভেম্বর ২: সম্প্রতি জাতিসংঘ সাধারণ পরিষদের এক সম্মেলনে মানবাধিকারের অজুহাতে চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের বিরোধিতা করেছে ৬৬টি দেশ।

সম্মেলনে কিউবার প্রতিনিধি এসব দেশের পক্ষ থেকে দেওয়া বক্তৃতায় বলেন, সিনচিয়াং, হংকং ও তিব্বত হলো চীনের অভ্যন্তরীণ ব্যাপার। মানবাধিকারের অজুহাত দেখিয়ে, এসব ইস্যুতে  চীনের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ অগ্রহণযোগ্য।

কিউবার প্রতিনিধি বলেন, দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষা করা এবং অন্য দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না-করা হলো আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নীতি। এই নীতি সবাইকে মেনে চলতে হবে।

সম্মেলনে সৌদি আরবের প্রতিনিধি ৬টি উপসাগরীয় দেশ, ইয়েমেন ও লিবিয়ার পক্ষ থেকে চীনকে সমর্থনের কথা ঘোষণা করেন। তিনি বলেন, ‘জাতিসংঘ সংবিধান’ ও ‘বিশ্ব মানবাধিকার ঘোষণা’-র নীতি ও উদ্দেশ্য অনুযায়ী, অন্যান্য দেশের সার্বভৌমত্বকে সম্মান করতে হবে।

ভেনিজুয়েলার প্রতিনিধি ‘জাতিসংঘ সংবিধান মৈত্রী গ্রুপ’-এর ১৯টি সদস্যদেশের পক্ষ থেকে চীনকে সমর্থনের কথা বলেন।  

এ ছাড়া, রাশিয়া ও বেলারুশসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা সম্মেলনে চীনের মানবিক কাজে সাফল্যের ইতিবাচক মূল্যায়ন করেন। তাঁরা বিভিন্ন পক্ষকে বহুপক্ষবাদ ও পারস্পরিক সহযোগিতা বজায় রেখে সংলাপ ও সহযোগিতার মাধ্যমে মানবাধিকার সুরক্ষা ও ত্বরান্বিত করার আহ্বান জানান।  (ছাই/আলিম/ওয়াং হাইমান)