রুশ-চীন মৈত্রী সমিতির সেমিনারে ওয়াং ই’র শুভেচ্ছাবার্তা
2022-11-01 18:59:52

নভেম্বর ১: গতকাল (সোমবার) রুশ-চীন মৈত্রী সমিতি মস্কোয় ‘রুশ-চীন সম্পর্ক প্রতিষ্ঠা, পুনরুদ্ধার ও উন্নয়নে বেসরকারি কূটনীতির ভূমিকা’ শীর্ষক একটি আন্তর্জাতিক সেমিনার আয়োজন করে।  চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র কেন্দ্রীয় পলিট ব্যুরোর সদস্য, রাষ্ট্রীয় কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সেমিনারে একটি শুভেচ্ছাবার্তা পাঠান।

শুভেচ্ছাবার্তায় ওয়াং ই বলেন, চীন ও রাশিয়ার মধ্যে বেসরকারি খাতে সম্পর্কও গভীর। দু’দেশের জনগণের মৈত্রী সুদীর্ঘকালের। চীন রাশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা আরও উন্নত করতে ইচ্ছুক।

তিনি আশা করেন, রুশ-চীন মৈত্রী সমিতি ও দু’দেশের বিভিন্ন মহলের বন্ধুত্বপূর্ণ ব্যক্তিরা দু’দেশের বেসরকারি পর্যায়ের বন্ধুত্বপূর্ণ যোগাযোগ আরও জোরদার করতে কাজ করে যাবেন। দু’দেশের জনগণের পারস্পরিক সমঝোতা ও যোগাযোগ বাড়নোর ক্ষেত্রেও তাঁরা ভূমিকা রেখে যাবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

এদিকে, রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভও সেমিনারে একটি শুভেচ্ছাবার্তা পাঠান। (ছাই/আলিম/ওয়াং হাইমান)