পাক প্রধানমন্ত্রীর চীন সফর শুরু আজ
2022-11-01 11:38:59

নভেম্বর ১: গতকাল (সোমবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান বলেছেন, পাকিস্তানি প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আজ থেকে তাঁর চীন সফর শুরু করবেন।

 

তাঁকে আন্তরিকভাবে স্বাগত জানিয়ে দ্বিপাক্ষিক উচ্চমানের কৌশলগত সহযোগিতা উন্নত করার আশা করছে বেইজিং। চীন-পাক মৈত্রীর আরও বেশি সাফল্য দু’দেশের জনগণকে উপকৃত করার প্রত্যাশাও করে চীন।

 

জানা গেছে, চীন সফর করার আগে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী শরীফ চীনের উন্নয়নের সাফল্য, দ্বিপাক্ষিক সম্পর্ক ও সিপেকের ভূয়সী প্রশংসা করেছেন। সিপিসি’র ২০তম জাতীয় কংগ্রেসের পর বেইজিং সফর নিয়ে তিনি উচ্চাশা প্রকাশ করেছেন।

 

এ সম্পর্কে চীনা মুখপাত্র চাও বলেন, প্রধানমন্ত্রী শাহবাজের মন্তব্যে কৃতজ্ঞতা জানায় চীন। তা থেকে বোঝা যায়, চীন সফরকে উচ্চপর্যায়ের গুরুত্ব দেন তিনি। এটি চীন-পাক মৈত্রীর প্রতিফলন।

 

চীনা মুখপাত্র বলেন, আন্তর্জাতিক পরিস্থিতি যে কোনো পরিবর্তনের মুখে দ্বিপাক্ষিক মৈত্রী আগের মতো প্রজন্ম থেকে প্রজন্মে সম্প্রসারিত হবে। পারস্পরিক কেন্দ্রীয় স্বার্থের সাথে জড়িত ব্যাপারে দু’দেশ পরস্পরকে সমর্থন দেবে। প্রাকৃতিক দুর্যোগ  মোকাবিলায় পরস্পরকে সহায়তা দেয়।

 

তিনি আরও বলেন, সিপেক প্রকল্পের নির্মাণে অনেক সাফল্য অর্জিত হয়েছে। এটি চীন-পাক সহযোগিতার দৃষ্টান্তে পরিণত হয়েছে। পাকিস্তানের অর্থনৈতিক উন্নয়ন ও গণজীবিকার উন্নয়নেও ভূমিকা রাখছে।  (সুবর্ণা/এনাম/শুয়ে ফেই ফেই)