চীনের দরজা আরও উন্মুক্ত করা হবে: চীনা মুখপাত্র
2022-11-01 11:38:17

নভেম্বর ১: গতকাল (সোমবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে বলেছেন, চীনের দরজা আরও উন্মুক্ত করা হবে, নিজেকে অবরুদ্ধ করবে না বেইজিং।

 

তিনি জোর দিয়ে বলেন, বৈদেশিক উন্মুক্তকরণ চীনের মৌলিক নীতি। সিপিসি’র ২০তম জাতীয় কংগ্রেসের প্রতিবেদনে উচ্চমানের বৈদেশিক উন্মুক্তকরণ নিশ্চিত করা হয়েছে। তাতে বাণিজ্যিক পুঁজি বিনিয়োগের সহযোগিতার মান উন্নত করা, বিভিন্ন নীতিমালা ও প্রশাসনসহ ব্যবস্থামূলক উন্মুক্তকরণ বাস্তবায়ন করা এবং শ্রেষ্ঠ মানের ব্যবসায়ী পরিবেশ গড়ে তোলার বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।

 

চীনা মুখপাত্র আরও বলেন, সম্প্রতি চীনের বৈদেশিক পুঁজির প্রবেশ এবং বিদেশি ব্যবসায়ীদের পুঁজি বিনিয়োগ স্থিতিশীল করা নিয়ে নতুন সুবিধাজনক নীতিও পেশ করা হয়। এসব নীতিমালার প্রণয়ন বিদেশি ব্যবসায়ীদের আশাবাদ বাড়িয়ে দেবে এবং চীনের বৈদেশিক উন্মুক্তকরণের মান উন্নত করবে। (সুবর্ণা/এনাম/শুয়ে ফেই ফেই)