বছরের প্রথম তিন প্রান্তিকে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মোট আয় ৫২.৩৭ ট্রিলিয়ন ইউয়ান
2022-11-01 18:23:09

নভেম্বর ১: ৩১ অক্টোবর পর্যন্ত সাংহাই স্টক এক্সচেঞ্জ, শেনজেন স্টক এক্সচেঞ্জ, এবং বেইজিং স্টক এক্সচেঞ্জে নিবন্ধিত মোট ৪৯৪৫টি কোম্পানি তাদের তৃতীয় ত্রৈমাসিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুসারে, বছরের প্রথম তিন প্রান্তিকে তাদের মোট ৫২.৩৭ ট্রিলিয়ন ইউয়ান আয় হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৮.৫১ শতাংশ বেশি। চীনের তালিকাভুক্ত কোম্পানি সমিতি সম্প্রতি এ তথ্য জানিয়েছে।

সমিতি জানায়, বছরের প্রথম তিন প্রান্তিকে কোম্পানিগুলোর নিট মুনাফা হয় ৪.৭৫ ট্রিলিয়ন ইউয়ান, যা গত বছরের একই সময়ের তুলনায় ২.৪৬ শতাংশ বেশি।

সমিতির প্রকাশিত তথ্যানুসারে, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে তালিকাভুক্ত কোম্পানিগুলো ১৭.৭৭ ট্রিলিয়ন ইউয়ানের মোট আয় এবং ১.৪৯ ট্রিলিয়ন ইউয়ান নিট মুনাফা অর্জন করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় যথাক্রমে ৭.০৯ ও ০.৬৯ শতাংশ বেশি।

বৈদ্যুতিক শক্তি, তাপ, গ্যাস, পানি উত্পাদন ও সরবরাহ এবং পাইকারি ও খুচরা শিল্পে তৃতীয় প্রান্তিকের নিট মুনাফা গত বছরের একই সময়ের তুলনায় ৪০ শতাংশ বেশি ছিল। (ইয়াং/আলিম/ছাই)