এসসিও’র প্রধানমন্ত্রী পর্যায়ের অধিবেশন আজ
2022-11-01 11:12:39

নভেম্বর ১: গতকাল (সোমবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান নিয়মিত এক সাংবাদিক সম্মেলনে ঘোষণা করেন, শাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) প্রধানমন্ত্রী পর্যায়ের ২১তম অধিবেশন আজ (মঙ্গলবার) ভিডিও সংযোগের মাধ্যমে অনুষ্ঠিত হবে।

 

চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং বেইজিং থেকে এবারের অধিবেশনে সভাপতিত্ব করবেন।

 

সংস্থার সদস্য ও পর্যবেক্ষক দেশ, আন্তঃব্যাংক সমিতি এবং জাতিসংঘ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিগণ তাতে অংশগ্রহণ করবেন।

 

চাও লি চিয়ান বলেন, বর্তমানে শত বছরের পরিবর্তন এবং মহামারীর যৌথ কারণে বিশ্ব অর্থনৈতিক পুনরুদ্ধার মন্থর হয়ে আছে। এতদঞ্চলের দেশগুলোর নিরাপত্তা ও উন্নয়ন স্বার্থ রক্ষার জন্য এসসিও আরো বড় অবদান রাখবে বলে প্রত্যাশা করে সব দেশ।

 

তিনি বলেন, এমন প্রেক্ষাপটে চীনের প্রধানমন্ত্রী এ অধিবেশনে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে কার্যকরভাবে সেপ্টেম্বর মাসের শীর্ষ-সম্মেলনের ফলাফল কার্যকর করে এসসিও’র নিরাপত্তা, অর্থনীতি ও সংস্কৃতিসহ বভিন্ন ক্ষেত্রের সহযোগিতা ত্বরান্বিত করার জন্য গভীরভাবে মত বিনিময় করবেন। পাশাপাশি, এসসিও’র পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের নতুন ধারণা ও নতুন ব্যবস্থা নিয়ে আলোচনা করবেন।

(প্রেমা/এনাম/আকাশ)