কৃষ্ণ সাগর বন্দর থেকে কৃষিপণ্য রফতানি স্থগিত করা হয়েছে মাত্র: রাশিয়া
2022-11-01 18:56:38

নভেম্বর ১: রাশিয়া কৃষ্ণ সাগর বন্দর থেকে কৃষিপণ্য রফতানি চুক্তি থেকে একেবারে সরে আসেনি, এর বাস্তবায়নকাজ স্থগিত করেছে মাত্র। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল (সোমবার) এক বিবৃতিতে এ কথা বলেছে।

বিবৃতিতে বলা হয়, রাশিয়া মনে করে পণ্যবাহী জাহাজ এই মুহূর্তে কৃষ্ণ সাগরের শস্য-করিডোর দিয়ে নিরাপদে চলাচল করতে পারবে না। কারণ, ইউক্রেন এ করিডোরের মধ্য দিয়ে রাশিয়ার বিরুদ্ধে সামরিক অভিযান চালায়। ইউক্রেনের উচিত সামরিক উদ্দেশ্যে করিডোর ব্যবহার না-করার বাধ্যবাধকতা স্বীকার করা। তা না-হলে করিডোরের নিরাপত্তা সুরক্ষা করা যাবে না। (ছাই/আলিম)