চীনের মহাকাশকেন্দ্রের সঙ্গে যুক্ত হলো দ্বিতীয় মহাকাশ-গবেষণাগার
2022-11-01 16:49:48

নভেম্বর ১: চীনের ‘মেংথিয়ান’ নামক দ্বিতীয় মহাকাশ-গবেষণাগারটি বেইজিং সময় পয়লা নভেম্বর ভোর ৪টা ২৭ মিনিটে মহাকাশকেন্দ্রের মূল অংশ ‘থিয়ানহ্য’-র সঙ্গে যুক্ত হয়। সংযুক্তির পুরো প্রতিক্রিয়া শেষ হতে প্রায় ১৩ ঘন্টা সময় লাগে। চীনের মানববাহী মহাকাশ প্রকল্প কার্যালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে।

পরিকল্পনা অনুযায়ী, পরে ‘মেংথিয়ান’-এর অবস্থান পরিবর্তন করা হবে। তখন মেংথিয়ান গবেষণাগার, থিয়ানহ্য কোর মডিউল এবং ওয়েনথিয়ান গবেষণাগার মিলে সম্পূর্ণ হবে চীনের মহাকাশকেন্দ্রের নির্মাণকাজ। শেষ পর্যন্ত মহাকাশকেন্দ্রটি ইংরেজি ‘টি’ অক্ষরের আকৃতি ধারণ করবে। (ইয়াং/আলিম/ছাই)