জেনি সেং
2022-11-01 11:08:11

জেনি ১৯৫৩ সালের ২০ ফেব্রুয়ারিতে চীনের ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চলে জন্মগ্রহণ করেন। চীনের মূল-ভূভাগের কুয়াংতোং প্রদেশের চিয়াংমেন শহর তাঁর পূর্বপুরুষদের জন্মস্থান। তিনি চীনা পপসঙ্গীতের একজন জনপ্রিয় গায়িকা, অভিনেত্রী ও উপস্থাপিকা। আসলে তাঁর বাবা অস্ট্রিয়ান এবং মা চীনের শাংহাইয়ের মানুষ।

 

১৯৭১ সালে তিনি তাইওয়ানে প্রথম একক অ্যালবাম “হৃদয়ের হ্রদ” প্রকাশ করে তাঁর ৩০ বছরের ক্যারিয়ার শুরু করেন। 

 

১৯৭৪ সালে জেনি তাঁর শিক্ষকের পরিচালিত চলচ্চিত্রের থিম সং গেয়েছেন। ১৯৭৬ সালে তিনি তাইওয়ান ত্যাগ করে ক্যারিয়ারের উন্নয়নের জন্য হংকংয়ে যান। একই বছর তিনি চলচ্চিত্রে প্রধান অভিনেত্রী হিসেবে কাজ শুরু করেন। ১৯৭৮ সালে তিনি হংকংয়ে তাঁর প্রথম একক ক্যান্টনিজ অ্যালবাম “সংগ্রাম” প্রকাশ করেন। তার কপি  ৮ লাখের বেশি বিক্রি হয়। এই সংখ্যা সে বছর আইএফপিআই’র স্বীকৃতিতে সর্বোচ্চ। ১৯৮১ সালের মে মাসে তিনি ১৬তম গোল্ডেন বেল পুরস্কারে সেরা গায়িকা পুরস্কার জিতেন। একই বছর তিনি হংকংয়ে জেনফু রেকর্ডস লিমিটেড সৃষ্টি করেন। কোম্পানিটি সে বছর স্থানীয় স্বাধীন সঙ্গীত উৎপাদনের অগ্রদূতে পরিণত হয়। ১৯৮১ থেকে ১৯৮২ সাল পর্যন্ত কোম্পানিটি তিনটি প্লাটিনাম রেকর্ড এবং দু’টো সোনার রেকর্ড সৃষ্টি করে। 

 

১৯৮৩ সালে জেনি এবং হংকংয়ের বিখ্যাত শিল্পী লুও ওয়েনের সঙ্গে খুব বিরল আন্তঃরেকর্ড কোম্পানির পদ্ধতিতে টিভি নাটক “কনডর হিরোদের কিংবদন্তি”র জন্য টিভি সাউন্ডট্র্যাক অ্যালবাম প্রকাশ করেন। টিভি নাটকটি সে বছর মূল-ভূভাগে খুবই জনপ্রিয় ছিল। নাটকের গানগুলিও অনেকের মুখে শুনা গেছে। 


কেমন লেগেছে গান দু’টি? নিশ্চয়ই ভালো লাগার কথা, তাইনা? ১৯৮৪ সালে জেনি সিবিএস/সনি’তে যোগ দিয়ে “মনোহর মে মাস” নামক অ্যালবাম প্রকাশ করেন। মে মাসে তিনি হংকং কলিজিয়ামে ৭টি একক সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করেন। জুন মাসে তিনি সঙ্গীতানুষ্ঠানের লাইভ রেকর্ডিং অ্যালবাম প্রকাশ করেন এবং তা ২ লাখের বেশি কপি বিক্রি করেন। “আবার একাকী” সে অ্যালবামে অন্তর্ভুক্ত একটি গান। 

 

“শাংহাইয়ের ফুল” জেনির ১৯৮৬ সালে প্রকাশিত একটি অ্যালবাম। এতে মোট ১০টি গান অন্তর্ভুক্ত হয়। অ্যালবামের শিরোনাম সংগীতটি “শাংহাইয়ের ফুল” চলচ্চিত্রের থিম সং। গানটি ১৯৮৬ সালে বছরের সেরা ১০টি চীনা গান হিসেবে  বাছাই করা হয়। 

 

“আগামীকাল আজকের কথা বলা হবে” হংকংয়ের টিভিবির ১৯৭৮ সালে প্রকাশিত টিভি নাটকের একটি গান। শুরুতে গানটি নাটকের প্রধান অভিনেত্রী গেয়েছেন। পরে জেনি কভার সংস্করণ করার পর চীনা ভাষার সঙ্গীতে সর্বোৎকৃষ্ট গানে পরিণত হয়। গানটি পাশাপাশি ১৯৭৮ সালে প্রথম হংকং শীর্ষ দশ চীনা গানের পুরস্কারে গোল্ড সং পুরস্কার জিতে। 

  

(প্রেমা/এনাম)