চীনে হুয়াংহ্য নদী সুরক্ষা আইন পাস
2022-10-31 18:13:13

অক্টোবর ৩১: চীনের জাতীয় গণকংগ্রেসের ১৩তম স্থায়ী কমিটির ৩৭তম অধিবেশনে গতকাল (রোববার) ‘হুয়াংহ্য (হলুদ) নদী সুরক্ষা আইন’ গৃহীত হয়। আইনটি আগামী বছরের পয়লা এপ্রিল থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে।

হলুদ নদী সুরক্ষা আইনে সাধারণ বিধান, পরিকল্পনা ও নিয়ন্ত্রণ, পরিবেশগত সুরক্ষা এবং পুনরুদ্ধার, পানি সম্পদের সংরক্ষণ, পানি ও পলি নিয়ন্ত্রণ এবং বন্যা প্রতিরোধ নিরাপত্তা, দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ, উচ্চ-মানের উন্নয়ন, হলুদ নদীর সংস্কৃতি সুরক্ষা ও প্রচার, সুরক্ষা এবং তত্ত্বাবধান, আইনি দায়িত্ব এবং সম্পূরক বিধান শীর্ষক ১১টি অধ্যায়ের অধীনে মোট ১২২টি ধারা অন্তর্ভুক্ত রয়েছে।

আইনে পরিষ্কারভাবে বলা হয়েছে যে, হলুদ নদীর অববাহিকার পরিবেশ সুরক্ষা ও পুনরুদ্ধার-প্রক্রিয়া শক্তিশালী করা হবে; কৃষি-জল সংরক্ষণ ও এর কার্যকর ব্যবহার বৃদ্ধি, শিল্প-জল সংরক্ষণ ও নির্গমন হ্রাস, এবং শহুরে পানি সংরক্ষণ ও হলুদ নদী অববাহিকায় ক্ষতিকরা কার্যক্রম হ্রাস করা হবে; কার্যকরভাবে জলসম্পদের অর্থনৈতিক ও কার্যকর ব্যবহার নিশ্চিত করা হবে; হলুদ নদীর প্রধান ও উপনদীগুলোর বন্যা নিয়ন্ত্রণকাজে সমন্বয় করা হবে; হলুদ নদীর অববাহিকায় উচ্চ-মানের উন্নয়নকে উন্নত করার জন্য, নতুন উন্নয়ন-ধারণা মেনে চলতে হবে, উন্নয়ন মোডের সবুজ রূপান্তরকে ত্বরান্বিত করতে হবে,  এবং পরিবেশ সুরক্ষার ভিত্তিতে আঞ্চলিক অর্থনীতি ও উত্পাদনের বিন্যাসকে অপ্টিমাইজ ও সামঞ্জস্যপূর্ণ করতে হবে। (ইয়াং/আলিম/ছাই)