চীনের দ্বিতীয় মহাকাশ-গবেষণাগার থিয়েনহ্য-র সঙ্গে যুক্ত হবে
2022-10-31 19:54:30

অক্টোবর ৩১: আজ (সোমবার) চীন ‘মেংথিয়ান’ নামক দ্বিতীয় মহাকাশ-গবেষণাগারটি নিজস্ব মহাকাশকেন্দ্রের উদ্দেশে উত্ক্ষেপণ করে এবং যথাসময়ে সেটি মহাকাশের পূর্ব-নিধারিত কক্ষপথে প্রবেশ করে।

পরবর্তী কাজ হচ্ছে এর মহাকাশকেন্দ্রের মূল অংশ থিয়েনহ্য-র সঙ্গে সংযুক্তি। এ সংযুক্তির মাধ্যমে মহাকাশকেন্দ্রের নির্মাণকাজ সম্পন্ন হবে।

মেংথিয়ানের উত্ক্ষেপণের আগেই নির্মাণাধীন মহাকাশকেন্দ্রটি ১৮০ ডিগ্রি ইউ-টার্ন সম্পন্ন করে। মেংথিয়ানের সংযুক্তি বা ডকিংয়ের জন্যই এমনটি করা হয়।

থিয়েনহ্য-র সঙ্গে মেংথিয়ানের সংযুক্তির সব কাজ সম্পন্ন হলে, চীনা মহাকাশকেন্দ্রটি ইংরেজি ‘টি’ অক্ষরের আকৃতি ধারণ করবে। (ইয়াং/আলিম/ছাই)